শীতের জন্য তৈরি হচ্ছে নিউ টাউনে নয়া পিকনিক স্পট

নিউ টাউনে এবার চালু হতে চলেছে নতুন এক পিকনিক স্পট। এই শীতেই ওই পিকনিক স্পট ব্যবহার করা যাবে। ইকো আরবান ভিলেজের পিছনের অংশে এই স্পটটি করা হচ্ছে। NKDA-এর চেয়ারম্যান দেবাশিস সেন বলেছেন, ‘চাহিদার কথা মাথায় রেখে ইকো আরবানের পিছনের দিকে থাকা জায়গায় আরও একটি পিকনিক স্পট তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নভেম্বর মাসের আগে তা পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে।’

এখানে একসঙ্গে চারটি গ্রুপ পিকনিক করতে পারবে। ভাড়া বাবদ গুনতে হবে 5 হাজার টাকা। দু’বছর আগে নিউ টাউনে দু’টি পিকনিক স্পট তৈরির উদ্যোগ নিয়েছিল NKDA বা নিউ টাউন কলকাতা উন্নয়ন পর্ষদ। একটি উপাসনা স্থলের কাছে। দ্বিতীয়টি ইকো আরবান ভিলেজ। দু’টি স্পটেই রয়েছে জলাশয়, প্রচুর গাছ। শহরের কাছে নিউ টাউনের এমন পরিবেশে পিকনিক ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে। গত বছর নিউ টাউনে 126টি পিকনিক হয়েছে, আয় হয়েছে 6 লক্ষ টাকা।