শচীনের সঙ্গে একাসনে ভারতের ফাস্ট স্পিড স্টার ঊমেশ যাদব? তাও আবার ব্যাটিংয়ে! রাঁচি টেস্টে ব্যাট করতে নেমে সেই কাণ্ডটাই করে ফেললেন তিনি। ৯ নম্বরে ব্যাট করতে নেমে জর্জ লিন্ডের প্রথম দুটি বলে ছক্কা মারেন। এই কীর্তি শচীন ও প্রয়াত ক্যারিবিয়ান তারকা ফফি উইলিয়ামসের ছিল। তনি ১৯৪৮ সালে জম লেকারের বলে এই দুই ছক্কার কীর্তি গড়েন। শচীন নাথান লায়নের বলে। ঊমেশের সঙ্গে একাসনে আছেন জাহির ধোনির।৷ ১০ বলে ৩১ রান করে আর একটি রেকর্ড কিরলেন ঊমেশ। নূন্যতম ২৫ রানের ইনিংস যারা খেলেছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি ৩১০ স্ত্রাইক রেট ঊমেশের।
