আগামী নভেম্বর মাসেই এয়ার ইন্ডিয়ার প্রাথমিক পর্যায়ের নিলাম প্রক্রিয়া শুরু করতে চায় কেন্দ্রীয় সরকার। রাষ্ট্রয়াত্ত এই বিমান সংস্থার ১০০ শতাংশ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। নভেম্বরে নিলামের জন্য ই-টেন্ডার ডাকা হবে।

সূত্রের খবর, নিলামের জন্য এয়ার ইন্ডিয়ার দর ধার্য করা হতে পারে প্রায় ৫৮ হাজার কোটি টাকা। ইতিমধ্যে এয়ার ইন্ডিয়া কিনতে বেশ কিছু সংস্থা আগ্রহ দেখিয়েছে বলে জানা গিয়েছে। যদিও এয়ার ইন্ডিয়ার বেসরকারিকরণের বিরুদ্ধে সরব হয়েছে বেশিরভাগ শ্রমিক সংগঠন। তবে বেসরকারিকরণ নিয়ে চলতি মাসের শুরুতে শ্রমিক সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

