2 রাজ্যে চলছে নির্বাচন, সঙ্গে উপনির্বাচনও

আজ দু’টি রাজ্যে বিধানসভা নির্বাচন। সকাল থেকেই শুরু হয়েছে ভোটগ্রহণ। কিন্তু তা নিয়ে তেমন কোনও উৎসাহ নেই ভোটারদের। মহারাষ্ট্র ও হরিয়ানায় বিধানসভা নির্বাচন। সেই সঙ্গে ৫১টি আসনে উপ নির্বাচন। তা ছাড়া দু’টি লোকসভা আসনেও উপ নির্বাচন চলছে।

২৮৮টি আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় ক্ষমতায় বিজেপি-শিবসেনার জোট। এ বারও তারা জোট গড়ে লড়ছে। বিজেপি ১৬৪টি আসনে প্রার্থী দিয়েছে। শিবসেনা প্রার্থী দিয়েছে বাকি আসনে। বিরোধী শিবিরেও জোট হয়েছে। কংগ্রেস ১৪৭টি ও এনসিপি ১২১টি আসনে প্রার্থী দিয়েছে।
হরিয়ানার ৯০ টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। হরিয়ানায় গতবার জিতেছিল বিজেপি। এ বার লোকসভা ভোটে সবকটি আসন জেতায় জয়ের বিষয়ে নিশ্চিত গেরুয়া শিবির। বিজেপি-র মূল লড়াই এখানে কংগ্রেসের সঙ্গে।
মহারাষ্ট্র এবং হরিয়ানা দুই রাজ্যেই এ বার বিজেপি-ই ফের সরকার গড়তে চলেছে আশাবাদী তারা।
মহারাষ্ট্র ও হরিয়ানায় ভোটের ফল ঘোষণা হবে ২৪ তারিখ বৃহস্পতিবার। ওই দিন সবকটি উপ নির্বাচনেরও ফল ঘোষণা হবে।
উপ নির্বাচন উত্তরপ্রদেশে ১১টি আসনে উপ নির্বাচন হবে। এ ছাড়া গুজরাত, অসম, কেরল, অন্ধ্রপ্রদেশ, সিকিম, ওড়িশা, মধ্যপ্রদেশ সহ ১৮টি রাজ্যে দুটো-তিনটে করে আসনে উপ নির্বাচন।
পশ্চিমবঙ্গেও বিধানসভার চারটি আসনে উপ নির্বাচন হওয়ার কথা। তবে উৎসবের কারণে বাংলায় উপ নির্বাচন আপাতত স্থগিত রাখা হয়েছে।

Previous articleনোবেলজয়ীকে কটু মন্তব্যে অখুশি রাজ্যপাল, সাক্ষাতে আগ্রহী ধনকড়
Next articleরাজ্যপালের ডাকা প্রশাসনিক বৈঠক কার্যত ‘শূন্য’, ক্ষোভ উগরে দিলেন ধনকড়