সীমান্তে দীপাবলী, মিষ্টিমুখ

দেশজুড়ে দীপাবলীর প্রস্তুতির মধ্যেই সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা উদযাপন করেলেন আলোর উৎসব। রবিবার, ভারত-বাংলাদেশ সীমান্ত পেট্রাপোলের জন্য একটি বিশেষ দিন ছিল। প্রতি বছরের মতো এবারও ভারত ও বাংলাদেশের সেনাবহিনীর দীপাবলী উদযাপন করে। ডেডিকেশন চ্যারিটেবল ট্রাস্ট ও তেরপন যুব পরিষদ (উত্তর হাওড়া) এই অনুষ্ঠানের আয়োজন করেছিল। বিএসএফ-এর জওয়ানরা আলোকিত করেন সীমান্ত। প্রদীপ জ্বালিয়ে একে অপরকে শুভেচ্ছা জানান।
আলো জ্বলবে আর মিষ্টিমুখ হবে না, সে কি হয়! দীপের রোশনাইয়ের মধ্যেই দু’পক্ষ মিষ্টি আদান-প্রদান করেন।
সেনারা দীপ জ্বালিয়ে দেশবাসীকেও দীপাবলীর শুভেচ্ছা জানান। ১১০০ দীপ জ্বালানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফের উচ্চ পদস্থ আধিকারিকরা। ছিলেন তেরপন যুব কাউন্সিল এবং উত্সর্গ চ্যারিটেবল ট্রাস্টের প্রতিনিধিরাও।

                                                                                                                                ছবি – প্রকাশ পাইন

আরও পড়ুন – শহরে ফের বেপরোয়া চালক, এবার হন্ডা সিটি সজোরে ধাক্কা মারল বাইকে