ভোটের উত্তাপের মধ্যেই অগ্নিকাণ্ড মহারাষ্ট্রে

সকাল থেকে শুরু আছে মহারাষ্ট্রের বিভিন্ন কেন্দ্রের বিধানসভা নির্বাচন। এরই মধ্যে মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতেও একটি গুদামে বিধ্বংসী অগ্নিকান্ডের খবর মিলেছে। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। রয়েছে পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকরা। এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। গুদাম সংলগ্ন সম্পূর্ণ এলাকার আকাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।