স্ত্রী লারা দত্তকে সঙ্গে নিয়ে ভোট দিলেন প্রাক্তন টেনিস তারকা মহেশ ভূপতি

মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে সকাল থেকেই উৎসবের মেজাজে চলছে ভোটগ্রহণ পর্ব। রাজনীতিবিদ, সাধারণ মানুষ, ব্যবসায়ীদের পাশাপাশি ভোটদানে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে সমাজের বিভিন্নস্তরের প্রতিষ্ঠিত ব্যক্তিত্বদের মধ্যেও।

লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন বিভিন্ন ক্ষেত্রের সেলিব্রিটি, ভিআইপিরাও।

আর মহারাষ্ট্রের এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে গণতন্ত্রের উৎসবে যোগদান করে সকাল সকাল মুম্বইতে ভোট দিলেন প্রাক্তন টেনিস তারকা মহেশ ভূপতি ও তাঁর স্ত্রী অভিনেত্রী লারা দত্ত।