ট্রেন দেরিতে চলায় ক্ষতিপূরণ পাচ্ছেন তেজসের যাত্রীরা

গত ৪ অক্টোবর লখনও থেকে চালু হয়েছে দেশের প্রথম বেসরকারী ট্রেন ‘তেজস এক্সপ্রেস’। কিন্তু গত ১৯ অক্টোবর ৩ ঘন্টারও বেশি দেরিতে চলেছিল তেজস। তারই ক্ষতিপূরণ পেতে চলেছেন যাত্রীরা।

গত ১৯ অক্টোবর লখনউ থেকে তেজস এক্সপ্রেস ছাড়ে সকাল ৮টা ৫৫ মিনিটে। কিন্তু ছাড়ার কথা ছিল সাকাল ৬টা ১০ মিনিটে। ট্রেনটি দিল্লি পৌঁছায় ৩টে ৪০ মিনিটে। কিন্তু পৌঁছানোর কথা ১২টা ২৫ মিমিটে। অন্যদিকে, বিকেল ৩টে ৩৫ মিনিটের পরিবর্তে ট্রেনটি দিল্লি থেকে ছাড়ে বিকেল ৫টা ৩০ মিনিটে।

আইআরসিটিসি সূত্রে জানানো হয়েছে, লখনউ থেকে ট্রেনের ৪৫১ যাত্রী ও দিল্লি থেকে ওঠা ৫০০ যাত্রী ওই ক্ষতিপূরণ পাবেন। নিয়ম অনুযায়ী, ১ ঘণ্টার বেশি দেরিতে ট্রেন চললে দেওয়া হবে ১০০ টাকা, দুই ঘণ্টা বা তার বেশি দেরিতে ট্রেন চললে ২৫০ টাকা দেওয়া হবে। রেলসূত্রে খবর, রক্ষণাবেক্ষণের কাজের জন্যই ট্রেন ছাড়তে দেরি হয়।

Previous articleমোদির সঙ্গে সাক্ষাতের আগে নোবেলজয়ীকে সতর্ক করলেন মা নির্মলাদেবী
Next articleঅনুপমের ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তথাগতর