গণতন্ত্রের উৎসবে মেতে উঠেছে মহারাষ্ট্র ও হরিয়ানা। সোমবার সকাল সাতটা থেকে এই দুই রাজ্যে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। আর সকাল সকাল গণতন্ত্রের এই উৎসবে যোগ দিয়ে ভোট দিয়ে এলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। নাগপুর সেন্ট্রাল আসনের ভোটার তিনি। একইভাবে সাতসকালেই স্ত্রীকে সঙ্গে নিয়ে নাগপুরে ভোট দিলেন নীতীন গড়করি।

এদিন ভোটগ্রহণপর্ব শুরু হতেই নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেন, রাজ্যে কমপক্ষে ২২৫ আসনে জিতবে বিজেপি-শিবসেনা জোট। মানুষ মোদীজি ও ফড়নোবিশের সঙ্গে রয়েছেন। মহারাষ্ট্র সরকার গড়বে বিজেপি জোট।


পাশাপাশি এদিন ভোট দিলেন মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার জুলিও রিবেইরো। মুম্বইয়ের ওরলি বিধানসভা আসনে ভোট দিলেন তিনি। আন্ধেরি পশ্চিম বিধানসভা আসনের একটি বুথে গিয়ে ভোট দিলেন বর্ষিয়ান অভিনেত্রী শোভা খোটে।

মহারাষ্ট্রের মতো হরিয়ানাতেও সকাল-সকাল ভোট দিচ্ছেন ভিআইপিরা। এদিন সকালেই ভোট দিলেন হরিয়ানা আদমপুর বিধানসভার প্রার্থী সোনালি ফোগাট। হিসারের একটি বুথে ভোট দিলেন হরিয়ানা কংগ্রেস কমিটির প্রধান কুমারি শেলজা।

