নির্বিষ প্রতিপক্ষ প্রোটিয়াদের পারফরম্যান্স দেখে ঘুমিয়েই পড়লেন কোহলিদের হেডমাস্টার

ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে চলতি রাঁচি টেস্টের তৃতীয় দিনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ম্যাচ চলাকালীন একটা সময় টিভি ক্যামেরা ভারতীয় ড্রেসিংরুমের দিকে ঘোরানো হয়েছিল। তখন ভারতীয় পেসারদের দাপটে চোখে সর্ষেফুল দেখছে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। এমন অবস্থায় বেশ আয়েশ করে ঘুমাতে দেখা গেল ভারতের কোচ রবি শাস্ত্রীকে। ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে কোচের এমন আয়েশি ভঙ্গির ঘুম কার্যত নজিরবিহীন।

ক্রিকেট দুনিয়ায় দলগুলির কোচেদের মধ্যে সবচেয়ে বেশি বেতন পান ভারতের কোচ শাস্ত্রী। বছরে ১০ কোটি টাকা পারিশ্রমিক পাওয়া কোচের ঘুমানোর দৃশ্য অনেকেরই অবশ্য ভালো লাগেনি।

এমন অবস্থায় শাস্ত্রী চাইলে অজুহাত দাঁড় করাতেই পারেন, প্রতিপক্ষ লড়াই-টড়াই করলে না হয় তাঁর কাজ থাকত। এমন অনায়াসে যখন জিততে থাকে দল, তখন কোচ না ঘুমিয়ে আর কীই-বা করতে পারেন! যাইহোক বিষয়টিকে সবাই মজা হিসেবেই দেখছেন।