সাংবাদিকদের খোঁচা মেরে কী বললেন ‘হিটম্যান’

এতদিন একদিনের ও টি-২০ ক্রিকেটে দাপটের সঙ্গে ওপেনারের দায়িত্ব পালন করেছেন রোহিত শর্মা। কিন্তু টেস্ট দলে তিনি এতদিন জায়গা পাননি। কারণ, মিডল অর্ডারে তিনি ব্যাট হাতে সফল ছিলেন না। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে এই প্রথম ওপেনার হিসাবে অভিষেক হয়েছে রোহিতের। আর তাতেই তিনি একেবারে রানের পাহাড়ে রয়েছেন। রাঁচি তথা সিরিজের তৃতীয় বা শেষ টেস্টে দ্বিশতরান করেছেন তিনি। টেস্টে এটাই তাঁর প্রথম দ্বিশতরান। আর ডবল সেঞ্চুরি করেই সাংবাদিকদের খোঁচা মারলেন ‘হিটম্যান’।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে রোহিত বলেন, ‘আমি ভেবে নিয়েছিলাম টপ অর্ডারে ব্যাট করার সুযোগ পাওয়া আমার পক্ষেই ভাল। আমি যখনই সুযোগ পাব, তখনই রান করতে হবে। না হলে অনেক কিছু হবে। আপনারা আমার সম্পর্কে অনেক কিছু লেখেন। এবার আপনাদের আমাকে নিয়ে ভাল কথা লিখতেই হবে।’ এভাবেই সংবাদমাধ্যম্যকে খোঁচা মারেন রোহিত শর্মা।


আরও পড়ুন – দু’শোর গণ্ডি পেরনোর আগেই থমকে গেল প্রোটিয়াদের প্রথম ইনিংস