শিলিগুড়ির বিজয়া সম্মিলনীতে কী আশ্বাস মুখ্যমন্ত্রীর?

পাঁচ দিনের উত্তরবঙ্গ সফরে গিয়ে প্রথমেই পুলিশের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে বাংলার জয়গানে মুখর হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “সবাই ইতিবাচক ভাবুন। তাহলে সকলের ভালো হবে। কেন নেতিবাচক ভেবে পিছিয়ে যাবেন। বাংলা নোবেল এনেছে, বাংলা কাজে কর্মে ক্রমশ এগিয়ে যাচ্ছে এবং শ্রেষ্ঠ আসন নিচ্ছে। আমার বিশ্বাস আমার ভরসা যে বাংলা একদিন আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন নেবে। বাংলায় শান্তিতে থাকুন। কোনও প্ররোচনায় পা নয়। একটা মানুষকেও বাংলা ছাড়তে হবে না। সকলে এখানে থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুখে থাকবেন।” একথাই বললেন শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্য রাখতে গিয়ে।

আরও পড়ুন-বিধানসভা ভোট আপডেট : মহারাষ্ট্রে বিকেল ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৩৪.২%