আজ বিকেল পাঁচটায় শহরে নোবেলজয়ী

বালিগঞ্জ সার্কুলার রোডের দুধারে ব্যানার। নোবেলজয়ীকে অভিনন্দন। আপনার জন্য গর্বিত বাংলা। আর রাস্তার দুধারে এলইডি আলো তৈরি। সন্ধ্যা নামলেই জ্বলবে।সেখানে অভিজিতের মুখ, নোবেল পুরস্কার, সব কিছুই ফুটে উঠবে। আজ সন্ধ্যায় শহরে আসছেন নোবেলজয়ী। ইতিসন্ধ্যা ৫টায় কলকাতা বিমানবন্দরে নামবেন। সেখানে তাঁকে রাজ্য সরকারের তরফে অভিনন্দন জানাবেন পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ববি হাকিম। ফুল, আর কাশ্মীরি শাল দিয়ে তাঁকে অভিনন্দন জানাবেন। তবে পুরসভার সংবর্ধনা এবার নেওয়া হচ্ছে না অভিজিতের। তবে নিজের কলেজ প্রেসিডেন্সিতে তিনি যেতে পারেন বলে খবর।

Previous articleহোয়াইটওয়াশ প্রোটিয়ারা
Next articleNRC- হেনস্থার আশঙ্কায় পথে নামছে নাগরিক সংগ্রাম সুরক্ষা মঞ্চ