দারুন সময় কাটালাম, অভিজিতের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর মোদি

বিজেপি নেতারা যেখানে নোবেলজয়ের কৃতিত্বকে খাটো করতে অভিজিতের ব্যক্তিগত জীবন নিয়ে নক্কারজনকভাবে টানাটানি করছে, তখন প্রধানমন্ত্রী দিল্লিতে বসে নোবেলজয়ীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে উচ্ছ্বসিত। বললেন, দারুন একটা বৈঠক হল। আমাদের নোবেলজয়ী মানুষের উন্নতি, গরিবদের সামনের সারিতে তুলে আনার প্রশ্নে যে ইচ্ছা এবং গবেষণা চালিয়ে যাচ্ছেন, তাকে স্যালুট জানাতেই হয়। নানা বিষয় নিয়ে আমাদের দীর্ঘ কথা হল। দারুন আলোচনা। আমি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের জন্য গর্বিত। উনি ওনার কাজ, গবেষণা এগিয়ে নিয়ে যান। দেশ ওনার পাশে রয়েছে।

আরও পড়ুন-প্রশাসনিক বৈঠক : ভেস্তে গিয়ে ক্ষুব্ধ রাজ্যপাল, প্রস্তুতি মুখ্যমন্ত্রীর