Friday, November 14, 2025

দেবাঞ্জন দাস হত্যাকাণ্ডে রোজই নতুন নতুন তথ্য মিলছে। এবার তদন্তকারীদের হাতে এক চাঞ্চল্য তথ্য। খুনের দেড় মাস আগে পর্যন্ত রিহ্যাবিলিটেশন সেন্টারে ছিল দেবাঞ্জন দাস হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত প্রিন্স সিং। মানসিক অবসাদের কারণে তাকে পাঠানো হয় সেখানে। সাড়ে তিন মাস রিহ্যাবে থাকে সে। সেখান থেকে বেরোনোর পরে যখন জানতে পারে, তার প্রাক্তন প্রেমিকা এখন দেবাঞ্জনের বান্ধবী, তখনই তাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার ছক কষে প্রিন্স।

সেইমতো জোগাড় করে আগ্নেয়াস্ত্র। যথেষ্ট পরিকল্পনা করেই প্রিন্স খুন করেছিল বলে মত তদন্তকারীদের। তবে দিনক্ষণ ঠিক করেনি অভিযুক্ত। নবমীর রাত্রে সল্টলেকের একটি ধাবায় বসে খুনের পরিকল্পনা করে প্রিন্স ও তার বন্ধু বিশাল মারু। সেই মতো বিশালের স্কুটি নিয়ে দেবাঞ্জনকে ধাওয়া করে প্রিন্স। দেবাঞ্জন যখন তরুণীকে নিমতার বাড়িতে নামাতে গিয়েছিলেন, তখন তার কাছেই স্কুটি নিয়ে অপেক্ষা করছিল প্রিন্স। বান্ধবী গাড়ি থেকে নেমে দেবাঞ্জনকে হাত নেড়ে বিদায় জানানোয়, আরও ক্ষেপে যায় তার প্রাক্তন প্রেমিক। সিদ্ধান্ত নেয়, “আজই শেষ”। সেইমতো দেবাঞ্জন ফিরতেই গাড়ি দাঁড় করায় প্রিন্স। গাড়ির ডানদিকের কাচ নামিয়ে প্রিন্সের সঙ্গে কথা বলতে যান দেবাঞ্জন। তর্কাতর্কি বেঁধে যায় দুজনের। দেবাঞ্জন হয়তো বুঝতে পেরেছিলেন যে এখনই একটা হেস্তনেস্ত হয়ে যেতে পারে। সেই মতো তিনি গাড়ি স্টার্ট দিয়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু প্রিন্সের লক্ষ্য ছিল স্থির। তার ছোড়া প্রথম গুলি লাগে দেবাঞ্জনের কবজিতে। প্রথম গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও, দ্বিতীয় গুলি টার্গেট মিস করেনি। লাগে গলার ডানদিকে। ঘটনাস্থলে মৃত্যু হয় দেবাঞ্জন দাসের। গাড়ি স্টার্ট দেওয়া অবস্থায় থাকায় এগিয়ে যায় অনেকটা। দেয়ালে ধাক্কা মেরে প্রায় ৭-৮ মিটার এগিয়ে যায় গাড়িটি। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রিন্স।
এই ঘটনায় মুখ্য ভূমিকা আছে বিশাল মারুর। প্রথম থেকেই প্রিন্সকে সমর্থন করে যাচ্ছিল বিশাল। শুধু তাই নয়, নবমীর রাতে পার্টি থেকে বান্ধবীকে নিয়ে দেবাঞ্জন নিমতায় আসা পর্যন্ত পুরো রাস্তার গতিবিধি সেই প্রিন্সকে জানাচ্ছিল বলে জানতে পেরেছে পুলিশ। এখন খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি খুঁজছেন তদন্তকারী অফিসাররা। তবে একটা বিষয় তাঁরা নিশ্চিত, প্রাক্তন প্রেমিকাকে নিয়ে টানাপোড়েনের জেরেই দেবাঞ্জনকে খুন করেছে প্রিন্স সিং। প্রাক্তন প্রেমিকাকে নিয়ে অত্যন্ত সংবেদনশীল ছিল সে। তার সঙ্গে বিচ্ছেদ কিছুতেই মেনে নিতে পারছিল না বলে জানিয়েছেন তদন্তকারী অফিসাররা। তার জেরেই খুন।

আরও পড়ুন-ডিম উৎপাদনে স্বনির্ভরতার পথে বাংলা

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version