মেয়রের উদ্যোগে সুস্থ সদ্যোজাত

টক টু মেয়র পরিষেবা যে শুধুমাত্র একটি বিজ্ঞাপন নয়, সেটিতে যোগাযোগ করলে যে কাজও হয়, তার প্রমাণ পেলেন বীরভূমের সাঁইথিয়ার সুমন্ত ও অর্পিতা ঘটক। মাসখানেক আগে কলকাতা পুরসভার টক টু মেয়র পরিষেবায় ফোন করেন অর্পিতার এক আত্মীয়া। ফিরহাদ হাকিমকে জানান, তাঁর নিকট আত্মীয়ার সদ্যোজাত সন্তান অসুস্থ। দক্ষিণ কলকাতার নামী বেসরকারি হাসপাতালে ভর্তি করালে হয়ত বেঁচে যাবে সে। কিন্তু সেখানে চিকিৎসা করানোর মতো আর্থিক সামর্থ্য তাঁদের নেই।

যদিও টক টু মেয়র অনুষ্ঠানটি শুধুমাত্র কলকাতা পুরসভা কেন্দ্রিক। কিন্তু বিষয়টি বিবেচনা করে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন মেয়র। সদ্যোজাতর চিকিৎসার সব খরচ নিজের কাঁধে তুলে নেন তিনি। সুস্থ হয়ে মঙ্গলবার, শিশু সন্তানকে নিয়ে পুরসভায় গিয়ে ঘটক দম্পতি দেখা করেন ফিরহাদ হাকিমের সঙ্গে। শিশুটি সুস্থ হয়ে মায়ের কোলে ফিরে যাওয়ায় তিনি খুশি বলে জানান মেয়র।  সদ্যোজাত পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, যেভাবে তারা মেয়রের সাহায্য পেয়েছে তাতে তারা আপ্লুত।

আরও পড়ুন-রাজ্যবাসীর নাম যেন ভোটার লিস্টে বাদ না পড়ে: মুখ্যমন্ত্রী

 

Previous articleআইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত
Next articleমিলল সিপিএম নেতার মুণ্ড সহ অবশিষ্ট দেহাংশ