আজ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তথা বিসিসিআইয়ের ৩৯তম প্রেসিডেন্ট হিসাবে মুম্বইয়ের সদর দফতরে দায়িত্ব নিচ্ছেন বাংলার সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই সঙ্গে শেষ হবে দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর ধরে চলা সিওএ জমানার। সকাল এগারোটা থেকে এজিএম শুরু। চলবে প্রায় ঘন্টা আড়াই। বৈঠক একটু বেশি সময় গড়াবে তা কারন, রাজ্য সংস্থাগুলির নির্দিষ্ট কিছু প্রক্রিয়া শেষ করা। এদিনের সভা শেষে করে আগামিকাল নয়া বোর্ড সভাপতি বসবেন অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে। তিনি বাংলাদেশ সিরিজ খেলবেন কিনা সে নিয়ে যেমন সিদ্ধান্ত হবে, তেমনি মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়ে কথা বলতে নির্বাচকদের নির্দেশ দেবেন তিনি। সিএবির প্রেসিডেন্ট সম্ভবত হতে চলেছেন বর্তমান সচিব অভিষেক ডালমিয়া।
