দলের নির্দেশেই হাসপাতালে ভর্তি, ত্রিপুরার বাদলের পাশে দল

আইসিইউতে থাকা অবস্থায় গ্রেফতার করা হয়েছে ত্রিপুরার বাম আমলের পূর্তমন্ত্রী বাদল চৌধুরী। প্রায় দু’সপ্তাহ আগে উড়ালপুল নির্মাণে দুর্ণীতির অভিযোগে তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। কিন্তু বাদলবাবুকে খুঁজে পায়নি পুলিশ। পুলিশি ব্যর্থতার অভিযোগে এক পুলিশ কর্তাকে সাসপেন্ডও করা হয়। শেষে তিনি গতকাল রাতে বেসরকারি হাসপাতাল আইএলএসে ভর্তি হন। দাবি তিনি অসুস্থ। আইসিইউতে ভর্তি হন। সেখানেই রাজ্য পুলিশ তাঁকে গ্রেফতার করে। ঘিরে ফেলে হাসপাতাল। সিপিএম সূত্রে খবর, দলের নির্দেশেই তিনি হাসপাতালে ভর্তি হন। দলের সম্পাদক সীতারম ইয়েচুরি জানান, দল তাঁর পাশে রয়েছে। তাঁকে সবরকমের আইনি সাহায্য দেবে। রাজ্য সরকার প্রতিহিংসার রাজনীতি করছে। মানুষই জবাব দেবে। আদালতে তাঁর আগাম জামিনের আবেদনের পক্ষে আইনি লড়াই করেন বিকাশ ভট্টাচার্য।