হরিয়ানায় কিং মেকার হচ্ছে জেজেপি?

দলের বয়স একবছরও নয়, এর মধ্যেই হরিয়ানায় বিধানসভা ভোটে নির্ণায়ক ভূমিকা নেওয়ার মতো জায়গায় জেজেপি। গতবছর ডিসেম্বরে পারিবারিক বিবাদের জেরে ইন্ডিয়ান লোক দল থেকে বহিষ্কৃত হন দুষ্মন্ত সিং চৌটালা। তৈরি করেন নতুন দল জননায়ক জনতা পার্টি। কিন্তু বছর ঘুরতে না ঘুরতে হরিয়ানায় কিংমেকার হয়ে উঠতে চলেছেন দুষ্মন্ত চৌটালা।

এর পাশাপাশি, হরিয়ানায় বিজেপিকে চাপে ফেলেছে কংগ্রেস। ভোটগণনা শুরু হতেই দেখা যায় পদ্ম শিবিরকে জোর টক্কর দিচ্ছে তারা। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, হরিয়ানায় ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনা প্রবল। হরিয়ানায় মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর এগিয়ে থাকলেও পিছিয়ে তাঁর মন্ত্রিসভার ৫ সদস্য।

Previous articleআর কত দিন? কাশ্মীরে নিষেধাজ্ঞা নিয়ে কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের
Next articleতৃণমূল কংগ্রেসের রণনীতি, জেলায় যাচ্ছে বার্তা