আর কত দিন? কাশ্মীরে নিষেধাজ্ঞা নিয়ে কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

কাশ্মীর নিয়ে কেন্দ্র সরকারের জবাব তলব করল সুপ্রিম কোর্ট। ৩৭০ ধারা তুলে নেওয়ার পর টানা দু’মাস কাশ্মীরে অধিকাংশ নাগরিক পরিষেবার উপর নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। সেই প্রসঙ্গেই সর্বোচ্চ আদালতের জিজ্ঞাসা, আর কতদিন থাকবে এই বিধিনিষেধ।

এদিন সুপ্রিম কোর্টের শুনানিতে বিচারপতি বলেন, বিশেষ পরিস্থিতিতে নিষেধাজ্ঞা বলবৎ করা হয়েছে বোঝা গেল। কিন্তু সেই অবস্থা কতদিন চলবে? কেন এখনও মোবাইল পরিষেবা বা ইন্টারনেট ব্যবস্থা চালু করা যাবে না? কিংবা নাগরিকদের স্বাভাবিক জীবন যাপনের পরিস্থিতিতে ফেরাতে ঠিক কতদিন লাগবে, কেন লাগবে? আগামী ৫ নভেম্বর পরবর্তী শুনানিতে কেন্দ্রকে কোর্টের কাছে পরিস্থিতি ব্যাখ্যা করে নিষেধাজ্ঞা চালু রাখার কৈফিয়ত দিতে হবে।

Previous articleআজ মান্না দে’র প্রয়াণ দিবস, স্মৃতিচারণে মুখ্যমন্ত্রী
Next articleহরিয়ানায় কিং মেকার হচ্ছে জেজেপি?