সন্ময় কাণ্ডের জের! বদলি আইসি

হঠাৎ বদল খড়দা থানার আইসি। সরকারের বক্তব্য, রুটিন বদল। অন্দরের খবর, বিতর্ক এড়াতে সন্ময়-কাণ্ডের জেরেই আইসি অনিমেষ সিংহকে সরানো হয়েছে। অনিমেষবাবুকে হাওড়া কমিশনারেটে ইনস্পেক্টার পদে বদলি করা হয়েছে। তাঁর জায়গায় খড়দা থানার দায়িত্ব নিচ্ছেন বারাকপুর কমিশনারেটের ইনস্পেকটর সুজিত ভট্টাচার্য। উল্লেখ্য, সন্ময় বন্দ্যোপাধ্যায় জামিন পাওয়ার পর অভিযোগ করেছিলেন, গ্রেফতারের পর তাঁকে হেনস্তা করা হয়। শারীরিক অত্যাচার করা হয়। জল পর্যন্ত খেতে দেওয়া হয়নি। সন্ময়বাবুর অভিযোগের জেরে নাগরিক সমাজও প্রতিবাদ জানায়। কংগ্রেস অবরোধ-বিক্ষোভ করে। সব ক’টি বিরোধী দল ঘটনার নিন্দা করে। তৃণমূলের বক্তব্য, মত প্রকাশের অধিকার সকলের রয়েছে। কিন্তু তথ্য ছাড়া তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে যেভাবে সন্ময় মিথ্যা অভিযোগ ও কালিমা লেপনের চেষ্টা করেছেন, তা মেনে নেওয়া যায় না।