Saturday, November 1, 2025

জম্মু-কাশ্মীরও মুখ ফেরাল ভোটে, চিন্তায় অমিত শাহদের কপালে ভাঁজ

Date:

Share post:

মহারাষ্ট্র-হরিয়ানায় ভোট কমেছে, আসন কমেছে। তবু সরকারি দলে থাকার সুবিধাকে কাজে লাগিয়ে, নির্দলদের ‘টোপ’ দিয়ে সরকার তৈরি করছে বিজেপি। বিরোধীদের এই অভিযোগ মাথায় নিয়ে কাশ্মীরের ব্লক উন্নয়ন পরিষদের ভোটেও কার্যত ব্যাক সিটে বিজেপি। মাত্র ২৬% শতাংশ আসনে জিতেছে বিজেপি। বাকি নির্দলদের হাতে। বকলমে যা বিরোধী দলগুলির প্রার্থী। কারন, ভোটের আগেই সমস্ত বিরোধী দল জানায় তারা ভোটে লড়বে না। লড়বে নির্দলরা। এই ফল কী বিজেপির বিরুদ্ধে বিরোধীদের এককাট্টা হওয়ার শুরুয়াৎ! এই ফল কাশ্মীরে সরকারি নিষেধাজ্ঞার প্রতিবাদ? কাশ্মীরের রাজনৈতিক দলগুলি তেমনই বলছে। ভোটের ফল বেরনোর পর গ্রাম প্রধানরা সাফ জানাচ্ছেন তাঁদের প্রথম টার্গেট ছিল বিজেপিকে হারানো। এছাড়া অবহেলা উপেক্ষা করে উন্নয়নের দাবি জানানো। আর এ নিয়ে দুই রাজ্য, উপনির্বাচনের পাশাপাশি কাশ্মীরের ভোটেও বিজেপি প্রশ্নের মুখে। প্রধানমন্ত্রী এই ভোটকে গণতন্ত্রের জয় বললেও উপত্যকার প্রতিনিধিরা বলছেন, বিজেপিকে ক্ষমতা থেকে সরাতেই আমরা দল বেঁধে ভোট দিয়ে এসেছি। আগামী সব ভোটেই আমাদের আওয়াজ হবে বিজেপি হঠাও। এই বয়ান নিশ্চিতভাবে অমিত শাহদের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে দিয়েছে।

রাজ্যে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর জম্মু-কাশ্মীরে এটা ছিল প্রথম ভোট। লক্ষ্যণীয় বিষয় হল ভোট পড়েছে ৯৮%। এই নির্বাচনে সাধারণ মানুষ ভোট দেন না। ভোটাধিকার রয়েছে পঞ্চ ও সরপঞ্চরা। ভোট দেন প্রায় সাত হাজার প্রতিনিধি। ৩১৬টি ব্লকের ২৯৮ আসনের মধ্যে বিজেপি জিতেছে ৮১টিতে, বাকি ২১৭ আসন বিরোধীদের। বিজেপি কাশ্মীরে জিতেছে ১৮টি, জম্মুতে ৫২টি ও লাদাখে ১১টি।

spot_img

Related articles

অসময়ের বৃষ্টিতে ফুঁসছে উত্তরের নদীগুলি: ধসে বড় বিপর্যয়ের আশঙ্কা

বিপর্যয় পিছু ছাড়ছে না উত্তরবঙ্গের। সদ্য দুর্যোগ কাটিয়ে ওঠা উত্তরবঙ্গে এখনও শেষ হয়নি পুণর্নির্মাণের কাজ। তারই মধ্যে ফের...

সীমান্তে কাঁটাতার থাকবে না! বিজেপি সাংসদের বার্তায় ‘দ্বিচারিতা’ তোপ তৃণমূলের

বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের জন্য গোটা দেশের জনবিন্যাসই না কি বদলে গিয়েছে। ১৫ অগাস্ট জাতির উদ্দেশ্যে ভাসনে জোর গলায়...

পাঁচবার যান: তালিকায় ন্যায্য পরিযায়ী শ্রমিকদের নাম নিশ্চিত করতে নির্দেশ অভিষেকের

বিহার নির্বাচনের আগে নির্বাচন কমিশনের সব পদক্ষেপেই স্পষ্ট হয়েছে ন্যায্য ভোটারদের বাদ দেওয়ার প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় সবথেকে বেশি...

যুদ্ধবিরতি! অরূপ মধ্যস্থ, কুণালকে ফুল দিলেন দেব

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। দেব-কুণাল যুদ্ধবিরতি ঘোষণা করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। শুক্রবার টেকনিশিয়ান স্টুডিওতে...