নয়া প্রস্তাবে বিজেপির রাতের ঘুম কেড়ে নিয়েছে শিবসেনা

মহারাষ্ট্রে কী হবে? শিবসেনা কী করবে? বিজেপি বলছে, প্রত্যেক ভোটের পরেই শিবসেনা এই দর কষাকষির খেলা খেলে। আসল উদ্দেশ্য চাপ দিয়ে বড় মন্ত্রকগুলি ছিনিয়ে নেওয়া। কিন্তু শিবসেনা এবার আরও অনড়। গতকালের পর আজ আবার বিধায়করা উদ্ধবের নেতৃত্বে বৈঠকে বসবেন। তার আগে শিবসেনা মুখপাত্র সাফ জানিয়েছেন, এখনও তাঁদের সরকার গড়ার বৈঠকে ডাকা হয়নি। আর মুখপত্র ‘সামনা’য় বলা হয়েছে, নিজেদের ভগবান মনে করার কোনও কারন ঘটেনি বিজেপির। মনে রাখা উচিত মানুষের চাহিদা কী! সঙ্গে একটি কার্টুন। বাঘের গলায় ঘড়ি, একটি পায়ে পদ্ম। অর্থাৎ বাঘের পিঠে সওয়ার হয়েছ বিজেপি। একটু বেচাল করলেই মৃত্যু। ক্যাপসন ‘বুরা না মানো, দিওয়ালি হ্যায়’। কিন্তু এর বাইরে অন্য অর্থ রয়েছে, যা নিয়ে চক্ষু চড়কগাছ বিজেপির। কারণ, বাঘ সেনার প্রতীক, পদ্ম বিজেপির আর এনসিপির ঘড়ি। অর্থাৎ বাঘ চাইলে ঘড়ি অর্থাৎ এনসিপিকে সযত্নে সঙ্গে রাখতে পারে।

অন্যদিকে উদ্ধব পুত্র আদিত্যর সদ্য জয়ের পর মুম্বই জুড়ে পোস্টার, ফ্লেক্স। তাঁকেই মুখ্যমন্ত্রী দেখতে চান তাঁরা। এই আবহাওয়ার মাঝে গতকাল এক শিল্পপতি এনসিপি-কং জোটের সঙ্গে যাওয়ার প্রস্তাব দেন। প্রস্তাব মুখ্যমন্ত্রী পদ পাবে শিবসেনা। সেই প্রস্তাব ভাবাচ্ছে সেনাকে। সেই নিয়ে ফের আজ বৈঠক। ফলে দেবেন্দ্র ফড়নবিশের রাতের ঘুম উড়ে গিয়েছে। শোনা যাচ্ছে, সামাল দিতে কালই অমিত শাহ মুম্বই আসবেন রাতের দিকে।