নারদ মামলায় মির্জার চার্জশিট তৈরি!

নারদ মামলায় ধৃত আইপিএস মির্জার বিরুদ্ধে চার্জশিট তৈরি সিবিআইয়ের। খুব দ্রুত চার্জশিট দাখিল করতে চায় তদন্তকারী সংস্থা। এই কারনে সিবিআইয়ের পক্ষ থেকে রাজ্যের মুখ্যসচিবের কাছে চিঠি পাঠিয়ে অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি ভাই ফোঁটার পর চলে এলেই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে সূত্রের খবর।

আরও পড়ুন – কালীপুজোর মাধ্যমে ফুটবল আবেগে বাঙালিকে ভাসালো তরুণ সংঘ: শমিত রায়