কোনও অস্ত্রপচারের প্রয়োজন নেই বুমরার

যশপ্রীত বুমরার পিঠে অস্ত্রপচার নাও হতে পারে। এমনটাই জানিয়েছেন চিকিৎসকেরা। পিঠের স্ট্রেস ফ্যাকচারের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলে ছিলেন না বুমরা। তাঁর জায়গায় উমেশ যাদবের ওপর ভরসা করতে হয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। এমনকি বুমরার পিঠে অস্তপচাররও একটা প্রবল সম্ভাবনা ছিল। তার ফলে তাঁর বেশ কয়েক মাস মাঠের বাইরে থাকার আশঙ্কা ছিল। কিন্তু তাঁর অস্ত্রপচার নাও হতে পারে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন – ঘরের ছেলেকে রাজকীয় সম্বর্ধনা সিএবির, অতিথি তালিকায় আজহার-লক্ষ্মণ

পিঠের অস্ত্রপচারের জন্য ইংল্যান্ডে গিয়েছিলেন বুমরা। সেখানকার বিশেষজ্ঞরা প্রথম যশপ্রীতের পিঠের চোট পরীক্ষা করে দেখেন। তারপর তাঁরা জানিয়েছেন যে, বুমরার কোনও অস্ত্রপচারের প্রয়োজন নেই। ব্যয়ামের মাধ্যমেই এই চোট সেরে যাবে বলে জানিয়েছেন লন্ডনের চিকিৎসকেরা।

এই বিষয়ে এক বিসিসিআই কর্তা বলেছেন, ‘বুমরার চোট দ্রুত সারছে। ইতিমধ্যেই বুমরা হাটতে ও হাল্কা ব্যয়াম করতে শুরু করেছে। দীপাবলির পর বোর্ডের ফিজিও নীতিন প্যটেল ওর পিঠের চোট পরীক্ষা করবেন। আশা করছি ও দ্রুত সেরে উঠবে।’ এখন দেখার আসন্ন টি-২০ বিশ্বকাপের কত আগে বুমরা সেরে ওঠেন।

আরও পড়ুন – বৃষ্টিস্নাত যুবভারতীতে দুরন্ত জয় এটিকের