হরিয়ানায় খট্টরই হচ্ছেন দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী, শপথ আগামিকাল

শেষমেশ দুষ্মন্ত চৌতালাকে পাশে পেয়ে পোক্ত হয় খট্টরের হাত। আগামিকাল দ্বিতীয়বারের জন্য শপথ নিতে পারেন মনোহর লাল খট্টর। কেন্দ্রীয়মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ জানান, দলের পরিষদীয় নেতা হচ্ছেন খট্টর। শনিবারই রাজ্যপাল সত্যদেয় নারিন আর্য্যের কাছে সরকার তৈরির আবেদন জানাবেন। ধরে নেওয়া হচ্ছে রবিবারই মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন তিনি। দুষ্মন্ত চৌতালার দল থেকে হবে উপমুখ্যমন্ত্রী। সেটা খোদ দুষ্মন্ত হবেন না অন্য কেউ, সিদ্ধান্ত নেবে জেজেপিই।

হরিয়ানায় সরকার গড়তে বিজেপি জোটের হাতে রয়েছে ৫৭ টি আসন। বিজেপির ৪০, জেজপির ১০ এবং নির্দলের ৭ বিধায়ক নিয়ে দ্বিতীয়বার সরকার গড়তে চলেছে খট্টর। এই প্রসঙ্গে মনোহরলাল খট্টর জানান, “নতুন কিছু নয়। এর আগেও জোট করে সরকার হয়েছে। শনিবার থেকেই জোট সরকারের কাজ শুরু হয়ে যাবে।”

আরও পড়ুন-রাজ্যবাসীকে ভূত চতুর্দশীর শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর