রাজ্যপালের গাড়িতে নম্বর প্লেট!

রাজ্যপালের গাড়ির নম্বর কত? ক্যুইজ কনটেস্ট এই ধরনের প্রশ্ন প্রায়ই জিজ্ঞাসা করা হয়। কারণ, রাজ্যের সাংবিধানিক প্রধানের গাড়িতে নম্বর প্লেট থাকে না। কিন্তু এখানেও জগদীপ ধনকড়ের সঙ্গে, বলা ভালো তাঁর গাড়ির সঙ্গে বিতর্ক জড়িয়ে গেল। শুক্রবার, সকালে উত্তর চব্বিশ পরগনার বারাসতের দুটি কালীপুজোর উদ্বোধন করতে সস্ত্রীক যান রাজ্যপাল। তবে সরকারের তরফে তাঁকে যে ইনোভা গাড়ি দেওয়া হয়, তাতে অশোকস্তম্ভের পাশাপাশি ছিল WB02AF3578 লেখা নম্বর প্লেট।

এই নিয়ে সরব হয় বিজেপি। সাংবিধানিক পদের অবমাননা করা হয়েছে বলে অভিযোগ তোলে তারা। রামদের সুরে সুর মেলায় বামেরাও।

রাষ্ট্রপতি ও রাজ্যপাল সাংবিধানিক শীর্ষ পদ। তাঁদের সম্মানে এই দুজনের গাড়িতে নম্বর প্লেট লাগানো হয় না। কিন্তু এটি লঙ্ঘন করে রাজ্যপালের পদকে অসম্মানিত করা হয়েছে বলে মত বিরোধীদের। যদিও এ বিষয়ে জেলা প্রশাসনের তরফ থেকে কোনও মন্তব্য করা হয়নি।

আরও পড়ুন – রাজ্যবাসীকে ভূত চতুর্দশীর শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর