দেশবাসীকে দিওয়ালির শুভকামনা মমতার

রাজ্যবাসীকে কালীপুজো ও দীপাবলির শুভেচ্ছার পাশাপাশি, দেশবাসীকে দিওয়ালির শুভকামনা জানালেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের ফেসবুক পেজে তিনি শুভেচ্ছা জানিয়ে বার্তা পোস্ট করেছেন। সেখানে হিন্দিতে লিখেছেন, “আলোর এই উৎসব আপনার জীবনে আনন্দ, খুশি ও সমৃদ্ধি নিয়ে আসুক”।

এর আগে, দীপান্বিতা কালীপুজোর শুভেচ্ছাও জানান মমতা। শনিবার ভূত চতুর্দশী উপলক্ষেও ট্যুইটে সকলকে শুভ কামনা জানান তিনি। চোদ্দো শাক আর চোদ্দো বাতিতে সকলের জীবন মঙ্গলময় হয়ে উঠুক বলে নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন – রাজ্যবাসীকে দীপান্বিতা কালীপুজোর শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর