সিঙ্গাপুরে কালীপুজো। উদ্যোগে প্রবাসী বাঙালিরা। সভাপতি রণজিৎ সাহা। প্রধান পৃষ্ঠপোষক তথা নেতৃত্বে ইউনিভার্সাল সাকসেস কর্ণধার প্রসূন মুখোপাধ্যায়। প্রবাসী প্রসূনবাবু চিরকাল বঙ্গসংস্কৃতি ও রীতিনীতির ধারক বাহক। এবার তিনি কালীপুজোয়। বিরাট বর্ণময় আয়োজন। সিঙ্গাপুরে এখন তীব্র কৌতূহল ও চাঞ্চল্যের কেন্দ্রে প্রসূনের কালিপুজো। এমন একজন শীর্ষস্থানীয় শিল্পপতি এভাবে কালীপুজো নিয়ে মেতে ওঠায় বাঙালিরাও দারুণ উৎসাহিত।
