মোদিকে ‘না’ পাকিস্তানের

পাকিস্তানের বদমায়েশি অব্যাহত। সৌদি আরব যেতে ভারতের প্রধানমন্ত্রীকে পাক আকাশ ব্যবহারের অনুমতি দিল না ইসলামাবাদ। ভারত অনুমতি চেয়ে পাকিস্তানকে সরকারিভাবে জানালেও পাক-কর্তৃপক্ষ তার কোনও জবাব দেয়নি। পাল্টা বলেছে, ২৭ অক্টোবর পাকিস্তানে প্রথম পা রাখে ভারত। সেই কারনে দিনটিকে কালা দিবস হিসাবে পালন করছে পাকিস্তান। আর ওই কারনেই মোদিকে আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হল না। ভারত এ নিয়ে আন্তর্জাতিক মঞ্চে অভিযোগ জানিয়েছে।

আরও পড়ুন – খড়গপুরের প্রার্থী বাছতে আজই জরুরি বৈঠকে তৃণমূল-সুপ্রিমো