Friday, December 26, 2025

বুধবার নারদ মামলায় ফের আদালতে তোলা হবে আইপিএস মির্জাকে

Date:

Share post:

পুজোর ছুটির পর বুধবার কোর্ট খুললেই নারদ কাণ্ডে আইপিএস এস এম এইচ মির্জাকে আদালতে তুলবে সিবিআই। বুধবার ব্যাঙ্কশাল কোর্ট-এর সিবিআই বিশেষ আদালতে এই মামলার শুনানি হবে। জানা গিয়েছে, মির্জার আইনজীবীরা তার জামিনের পক্ষে জোর সওয়াল করবেন।

অন্যদিকে, সিবিআই যথারীতি তার বিরোধিতা করবে। এক্ষেত্রে সিবিআই খুব স্বাভাবিকভাবেই মির্জাকে একজন প্রভাবশালী হিসাবে দেখাতে চাইবে এবং এমন একটি স্পর্শকাতর মামলায় তার রাজনৈতিক যোগাযোগের তত্ত্ব তুলে ধরবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীরা।

এর আগে গত ১৪ অক্টোবর নারদ কাণ্ডে জামিনের আবেদন খারিজ হয়ে যায় মির্জার। নতুন করে আদালত তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। ৩০ অক্টোবর সেই মেয়াদ উত্তীর্ণ হচ্ছে। পুজোর ঠিক আগে গত ৩০ সেপ্টেম্বর আদালত সিবিআইয়ের আবেদন মেনে প্রথমবারের জন্য মির্জাকে ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।

প্রসঙ্গত, মির্জায় নারদ মামলায় প্রথম কোনও অভিযুক্ত হিসেবে গ্রেফতার হয়েছেন। গত ২৬ সেপ্টেম্বর তাঁকে জিজ্ঞাসাবাদের সময়ে বয়ানে অসংগতি মেলায় গ্রেফতার করা হয়। সেদিনই তাকে আদালতে তোলা হলে ৫ দিনের সিবিআই হেফাজত হয় মির্জার। এরই মধ্যে তাকে নিয়ে এই মামলার অন্যতম অভিযুক্ত বিজেপি নেতা মুকুল রায়ের এলগিন রোডের বাড়িতে ঘটনার পুনর্নির্মাণ করতে যায় সিবিআই। সেই সময় মির্জা ও মুকুলকে মুখোমুখি বসেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা যায়।

নারদ ভিডিয়োয় নারদকর্তা ম্যাথু স্যামুয়েলের হাত থেকে টাকা নিতে দেখা গিয়েছিল তাঁকে। ম্যাথুর দাবি, মুকুল রায়ের পরামর্শে মির্জার সঙ্গে দেখা করেছিলেন তিনি।

spot_img

Related articles

তারেক কাস্ত্রো-চে-ম্যান্ডেলা-মার্টিন লুথার নন: প্রথম বক্তৃতায় স্মরণ করিয়ে দিলেন তসলিমা

মার্টিন লুথার কিং-এর বৈপ্লিবিক স্টাইলে প্রথম বক্তৃতা দিয়ে তার লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন খালেদা জিয়ার পুত্র তথা বিএনপি-র...

শুনানি পর্ব শুরুর আগে রাজ্যে ৩ নাগরিক মৃত্যু: কাজের চাপে ১ BLO-র মৃত্যুর অভিযোগ

নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়া শুরু করার পর থেকেই রাজ্যের মানুষের মধ্যে আতঙ্ক জারি। শুক্রবার পর্যন্ত বিভিন্নভাবে ভোটার থেকে...

অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশে ২৯০০ সংখ্যালঘু-হামলার ঘটনা: তোপ দাগল ভারত

নির্বাচন আসন্ন। তার মধ্যেই খুন নির্বাচনের প্রার্থী তথা বাংলাদেশের জনপ্রিয় নেতা ওসমান হাদি। খোদ হাদির পরিবার এর পরে...

কমিশনের শুনানি শনি থেকে: শুধু আধারকে নথি মানছে না EC

সুপ্রিম কোর্টের চাপে আধারকার্ডকে দলের অতিরিক্ত খেলোয়াড়ের মতো দলের তালিকায় নাম রেখেছে নির্বাচন কমিশন। তবে সেই অতিরিক্ত খেলোয়াড়কে...