Wednesday, January 21, 2026

ডিম-তরজায় ভাঙল সংসার

Date:

Share post:

“সানডে হো ইয়া মনডে, রোজ খাও আন্ডে”- এক সময় যথেষ্ট জনপ্রিয় হয়েছিল এই সরকারি প্রচারমূলক বিজ্ঞাপনটি। কিন্তু সেটা যে কেউ এভাবে মেনে চলবেন তা হয়ত ভাবতে পারেননি খোদ বিজ্ঞাপন নির্মাতাও। এমনিতেই, ঝগড়াঝাঁটি ছাড়া দাম্পত্য সোনার পাথরবাটির মতোই। নানা বিষয়ে মনোমালিন্য লেগেই থাকে। কখনও আবার তা বড়সড় আকার নিয়ে সংসারে ভাঙন ধরায়। কিন্তু ডিম খাওয়াকে কেন্দ্র করে রাগ-অভিমান-ঝগড়ার জেরে বিয়ে ভেঙে যেতে পারে তার উদাহরণ মিলল উত্তরপ্রদেশের গোরক্ষপুরে। আর শুধু সম্পর্ক ভেঙে যাওয়া নয়, স্বামীকে ছেড়ে প্রেমিকের হাত ধরে ঘর ছেড়ে চলে গেলেন স্ত্রী। কারণ? ওই ডিম।
মহিলা ডিম খেতে খুব ভালবাসেন। কিন্তু তাঁর অভিযোগ, স্বামী কিছুতেই ডিম খেতে দেন না। সে জন্য স্বামীর সঙ্গে আর সংসার করা সম্ভব হল না তাঁর। এর আগেও, চার মাসের জন্য শ্বশুরবাড়ি ছেড়ে প্রেমিকের সঙ্গে চলে যান ওই বধূ। পুলিশ তাঁকে খুঁজে আনার পরে তিনি জানান, স্বামী ডিম খেতে দেন না বলেই তিনি চলে গিয়েছিলেন।

কিন্তু ফিরে এসেও একই ঘটনার পুরনাবৃত্তি ঘটে। বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দেন ওই মহিলা। তিনি স্বীকার করেন, ডিম খাওয়া নিয়ে এই নিত্য অশান্তির জেরেই অন্য পুরুষের দিকে মন মজছে তাঁর।
পরিবার সূত্রে খবর, মহিলার স্বামী দিনমজুর। প্রতিদিন ডিম কেনা তাঁর পক্ষে সম্ভব হত না। তাই তিনি স্ত্রীকে রোজ ডিম খেতে বারণ করতেন। এই অবস্থার সুযোগ নিয়ে প্রতিদিন মহিলার প্রেমিক তাঁকে ডিম কিনে দিতেন। আর সেই থেকে আরও সমস্যা বাড়ে। গত শনিবার আবারও ডিম নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া হয় বধূর। এরপরেই আবার তিনি পালিয়ে যান। সেই সঙ্গে নিখোঁজ তাঁর প্রেমিকও। পুলিশের অনুমান, সম্ভবত প্রেমিকের সঙ্গেই পালিয়ে গিয়েছেন ওই মহিলা।

আরও পড়ুন-দু’টি অন্তর্বাস ধরিয়ে দিল বাগদাদিকে! হ্যাঁ, ঠিক সেটাই

 

spot_img

Related articles

শ্মশানে জ্বলল মশাল, কচিকাঁচাদের অভিনয়ে ভিন্ন ইতিহাস গড়ল শুশুনিয়া ঐকতান

নাটকের মঞ্চ হিসেবে বেছে নেওয়া হয়েছে মহাশ্মশানকে। নিস্তব্ধ অন্ধকার চিরে জ্বলছে মশাল আর বনফায়ারের আগুন। সেই প্রাকৃতিক আলো...

শ্যুটিংয়ের মাঝেই হাসপাতালে ভর্তি রণিতা

টেলিভিশনের পরিচিত মুখ ‘বাহামণি’ হঠাৎ হাসপাতালে ভর্তি। বাংলা ধারাবাহিকের জনপ্রিয় মুখ রণিতা দাস ‘ও মোর দরদিয়া’ ধারাবাহিকে কাজ...

কেন্দ্রীয় কর্মীদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করতে পারবে রাজ্যও! জানাল সুপ্রিম কোর্ট

কেন্দ্রীয় সরকারি কর্মীদের দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করার ক্ষেত্রে কি রাজ্য পুলিশের হাত পা বাঁধা? এবার সেই ধোঁয়াশা পরিষ্কার...

দেড় দশক পর বইমেলায় ফিরছে চিন, ২২ জানুয়ারি উদ্বােধন করবেন মুখ্যমন্ত্রী

দীর্ঘ ১৫ বছরের প্রতীক্ষার অবসান। কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আবার ফিরছে চিন। ২০১১ সালে শেষবার মেলায় যোগ দিয়েছিল তারা।...