Tuesday, August 26, 2025

“সানডে হো ইয়া মনডে, রোজ খাও আন্ডে”- এক সময় যথেষ্ট জনপ্রিয় হয়েছিল এই সরকারি প্রচারমূলক বিজ্ঞাপনটি। কিন্তু সেটা যে কেউ এভাবে মেনে চলবেন তা হয়ত ভাবতে পারেননি খোদ বিজ্ঞাপন নির্মাতাও। এমনিতেই, ঝগড়াঝাঁটি ছাড়া দাম্পত্য সোনার পাথরবাটির মতোই। নানা বিষয়ে মনোমালিন্য লেগেই থাকে। কখনও আবার তা বড়সড় আকার নিয়ে সংসারে ভাঙন ধরায়। কিন্তু ডিম খাওয়াকে কেন্দ্র করে রাগ-অভিমান-ঝগড়ার জেরে বিয়ে ভেঙে যেতে পারে তার উদাহরণ মিলল উত্তরপ্রদেশের গোরক্ষপুরে। আর শুধু সম্পর্ক ভেঙে যাওয়া নয়, স্বামীকে ছেড়ে প্রেমিকের হাত ধরে ঘর ছেড়ে চলে গেলেন স্ত্রী। কারণ? ওই ডিম।
মহিলা ডিম খেতে খুব ভালবাসেন। কিন্তু তাঁর অভিযোগ, স্বামী কিছুতেই ডিম খেতে দেন না। সে জন্য স্বামীর সঙ্গে আর সংসার করা সম্ভব হল না তাঁর। এর আগেও, চার মাসের জন্য শ্বশুরবাড়ি ছেড়ে প্রেমিকের সঙ্গে চলে যান ওই বধূ। পুলিশ তাঁকে খুঁজে আনার পরে তিনি জানান, স্বামী ডিম খেতে দেন না বলেই তিনি চলে গিয়েছিলেন।

কিন্তু ফিরে এসেও একই ঘটনার পুরনাবৃত্তি ঘটে। বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দেন ওই মহিলা। তিনি স্বীকার করেন, ডিম খাওয়া নিয়ে এই নিত্য অশান্তির জেরেই অন্য পুরুষের দিকে মন মজছে তাঁর।
পরিবার সূত্রে খবর, মহিলার স্বামী দিনমজুর। প্রতিদিন ডিম কেনা তাঁর পক্ষে সম্ভব হত না। তাই তিনি স্ত্রীকে রোজ ডিম খেতে বারণ করতেন। এই অবস্থার সুযোগ নিয়ে প্রতিদিন মহিলার প্রেমিক তাঁকে ডিম কিনে দিতেন। আর সেই থেকে আরও সমস্যা বাড়ে। গত শনিবার আবারও ডিম নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া হয় বধূর। এরপরেই আবার তিনি পালিয়ে যান। সেই সঙ্গে নিখোঁজ তাঁর প্রেমিকও। পুলিশের অনুমান, সম্ভবত প্রেমিকের সঙ্গেই পালিয়ে গিয়েছেন ওই মহিলা।

আরও পড়ুন-দু’টি অন্তর্বাস ধরিয়ে দিল বাগদাদিকে! হ্যাঁ, ঠিক সেটাই

 

Related articles

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...
Exit mobile version