Tuesday, November 11, 2025

“সানডে হো ইয়া মনডে, রোজ খাও আন্ডে”- এক সময় যথেষ্ট জনপ্রিয় হয়েছিল এই সরকারি প্রচারমূলক বিজ্ঞাপনটি। কিন্তু সেটা যে কেউ এভাবে মেনে চলবেন তা হয়ত ভাবতে পারেননি খোদ বিজ্ঞাপন নির্মাতাও। এমনিতেই, ঝগড়াঝাঁটি ছাড়া দাম্পত্য সোনার পাথরবাটির মতোই। নানা বিষয়ে মনোমালিন্য লেগেই থাকে। কখনও আবার তা বড়সড় আকার নিয়ে সংসারে ভাঙন ধরায়। কিন্তু ডিম খাওয়াকে কেন্দ্র করে রাগ-অভিমান-ঝগড়ার জেরে বিয়ে ভেঙে যেতে পারে তার উদাহরণ মিলল উত্তরপ্রদেশের গোরক্ষপুরে। আর শুধু সম্পর্ক ভেঙে যাওয়া নয়, স্বামীকে ছেড়ে প্রেমিকের হাত ধরে ঘর ছেড়ে চলে গেলেন স্ত্রী। কারণ? ওই ডিম।
মহিলা ডিম খেতে খুব ভালবাসেন। কিন্তু তাঁর অভিযোগ, স্বামী কিছুতেই ডিম খেতে দেন না। সে জন্য স্বামীর সঙ্গে আর সংসার করা সম্ভব হল না তাঁর। এর আগেও, চার মাসের জন্য শ্বশুরবাড়ি ছেড়ে প্রেমিকের সঙ্গে চলে যান ওই বধূ। পুলিশ তাঁকে খুঁজে আনার পরে তিনি জানান, স্বামী ডিম খেতে দেন না বলেই তিনি চলে গিয়েছিলেন।

কিন্তু ফিরে এসেও একই ঘটনার পুরনাবৃত্তি ঘটে। বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দেন ওই মহিলা। তিনি স্বীকার করেন, ডিম খাওয়া নিয়ে এই নিত্য অশান্তির জেরেই অন্য পুরুষের দিকে মন মজছে তাঁর।
পরিবার সূত্রে খবর, মহিলার স্বামী দিনমজুর। প্রতিদিন ডিম কেনা তাঁর পক্ষে সম্ভব হত না। তাই তিনি স্ত্রীকে রোজ ডিম খেতে বারণ করতেন। এই অবস্থার সুযোগ নিয়ে প্রতিদিন মহিলার প্রেমিক তাঁকে ডিম কিনে দিতেন। আর সেই থেকে আরও সমস্যা বাড়ে। গত শনিবার আবারও ডিম নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া হয় বধূর। এরপরেই আবার তিনি পালিয়ে যান। সেই সঙ্গে নিখোঁজ তাঁর প্রেমিকও। পুলিশের অনুমান, সম্ভবত প্রেমিকের সঙ্গেই পালিয়ে গিয়েছেন ওই মহিলা।

আরও পড়ুন-দু’টি অন্তর্বাস ধরিয়ে দিল বাগদাদিকে! হ্যাঁ, ঠিক সেটাই

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version