নিহত ৫ শ্রমিক পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

কাশ্মীরে নিহত মুর্শিদাবাদের ৫ শ্রমিক পরিবারকে ৫ লক্ষ টাকা করে সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এডিজি সাউথ বেঙ্গলকে পুরো ঘটনায় খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন তিনি। স্থানীয় সংসদ ও বিধায়কদের ঘটনাস্থলে যেতে এবং পরিবারের পাশে থাকতে বলেছেন মমতা। পাশাপাশি, মুখ্যমন্ত্রী জানান, কাশ্মীরের আইনশৃঙ্খলার দায়িত্বে এখন কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতিতে সেখানে থাকা ভিন রাজ্যের বাসিন্দাদের নিরাপত্তার বিষয়ে তাদেরই দেখতে হবে।
এদিকে, মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরেই বুধবার সকালে সেখানে যান তৃণমূল সাংসদ খলিলুল রহমান। নিহতদের পরিবারের সদস্যদের কথা বলেন তিনি। পাশে থাকার আশ্বাসও দেন।

আরও পড়ুন-জুয়ায় হেরেই আক্রমণ, জেরায় স্বীকার গাড়িচালকের