হরিয়ানায় বিজেপিকে সমর্থনের বিনিময়ে সবাই চাইছে মন্ত্রিত্ব!

জেজেপির 10 আর নির্দল 7 বিধায়কের সমর্থনে এ যাত্রা হরিয়ানায় সরকার গঠন করে ফেলেছে বিজেপি। কিন্তু প্রথম ধাপটা ভালয় ভালয় পেরোলেও দ্বিতীয় ধাপে যাওয়ার আগেই হিমশিম খাচ্ছেন মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার। কাকে ছেড়ে কাকে মন্ত্রী করা হবে সেই সিদ্ধান্তের দোলাচলেই হরিয়ানায় নতুন মন্ত্রিসভা গঠন করতে পারছে না বিজেপি। জট বেশি বেঁধেছে নির্দল সাত বিধায়ককে নিয়ে। আপৎকালীন পরিস্থিতিতে বিজেপিকে সমর্থনের বিনিময়ে নির্দলরা সবাই চাইছেন মন্ত্রী হতে। এর উপর আছে জেজেপির চাপ। তারাও একাধিক মন্ত্রিপদের দাবিদার। শপথ অনুষ্ঠানে খাট্টার ছাড়া জেজেপি নেতা দুষ্মন্ত চৌতালা উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন। কিন্তু তারপর দাবিদাওয়ার চাপে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। এরমধ্যেই দিল্লিতে খাট্টার আর চৌতালা মন্ত্রিসভার প্রথম বৈঠক সেরেছেন। আলোচনা করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে। মুখ্যমন্ত্রী খাট্টার জানিয়েছেন, 4 নভেম্বর হবে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন। তারপরই মন্ত্রিসভার সম্প্রসারণ হবে।

আরও পড়ুন – BREAKING: জামিনের আবেদন খারিজ, নারদ মামলায় ফের জেল হেফাজত মির্জার