কেন্দ্রের ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা পেলেন সব্যসাচী

কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় ভাইফোঁটার দিন কালীঘাটে গিয়ে মমতা বন্দোপাধ্যায়ের থেকে ফোঁটা নিয়েছেন। যা নিয়ে রাজনৈতিক মহলে তুমুল জল্পনা তৈরি হয়েছে। গেরুয়া শিবিরের সঙ্গে মধুচন্দ্রিমা শেষ করে তাহলে কি এবার ঘরের ছেলে ঘরে ফিরছেন? বিজেপিতে শোভন এবং তার বান্ধবী বৈশাখী বন্দোপাধ্যায়ের গুরুত্ব যে শুরু থেকে ছিল না, তা দিনের আলোর মতো স্পষ্ট। তবে কলকাতার প্রাক্তন মেয়র বিজেপিতে গুরুত্বহীন হয়ে পড়লেও, গুরুত্ব বাড়লো বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের।

বিধাননগরের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা সব্যসাচী দত্তের জন্য এবার ওয়াই (Y) ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর। আজ, বুধবার সকাল থেকেই তাঁর নিরাপত্তার দায়িত্ব নিল সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF)।

আরও পড়ুন-জোট শিকেয়, শিবসেনা অনড়, অথচ ফড়নবিশের শপথের দিন প্রায় পাকা!

 

Previous articleজোট শিকেয়, শিবসেনা অনড়, অথচ ফড়নবিশের শপথের দিন প্রায় পাকা!
Next articleঅভিনয় ছাড়ছেন শ্রীদেবী কন্যা?