জগদ্ধাত্রী পুজোর মুখে চন্দননগরে ১০০ কেজি পচা মাংস উদ্ধার

জগদ্ধাত্রী পুজোর মুখে পচা মাংস উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল চন্দননগরে। গোপন সূত্রে খবর পেয়ে, চন্দননগর কমিশনারেটের গোয়েন্দারা গঞ্জ বাজারের তাঁতি বাগান এলাকায় নারায়ণ মণ্ডলের বাড়ির ফ্রিজ থেকে প্রায় ১০০ কেজি মুরগির মাংস উদ্ধার করেন। ফুড দফতরের ল্যবোরোটেরিতে এই মাংস পরীক্ষা করে জানা যায়, সেটি খাওয়ার উপযুক্ত নয়। অভিযোগ, ওই মাংস শহরের হোটেল-রেস্তোরাঁয় সাপ্লাই করার জন্য রেখেছিল দোকান মালিক। অভিযুক্ত নারায়ণ মণ্ডলকে গ্রেফতার করে, পচা মাংস বাজেয়াপ্ত করে পুলিশ।

আরও পড়ুন-ভাইরাল টুইট! অক্ষয় নিজের মেয়েকে মানবিকতার পাঠ দিতে নিয়ে গেলেন বস্তিতে

 

Previous articleপ্রয়াত ফালাকাটার তৃণমূল বিধায়ক, শোকবার্তা মুখ্যমন্ত্রী-রাজ্যপালের
Next articleউচ্চমাধ্যমিকে চলতি বছরে প্রশ্নের সঙ্গেই উত্তরপত্র নয়, জানালেন সংসদ সভাপতি