সুব্রতর জোট কটাক্ষ, একসঙ্গে মরলে যন্ত্রণা কম! পাল্টা বিমান

রাজ্যের তিন আসনের উপনির্বাচনে বাম-কংগ্রেস জোট নিয়ে পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের চরম কটাক্ষ। বললেন, এই নির্বাচনের ফল কী হবে তা সকলেই জানেন। ওদের অস্তিত্ব বিপন্ন হবে নিশ্চিত। বিগত কয়েকটা ভোটের দিকে তাকালেই বোঝা যাবে পরিস্থিতি কী হতে চলেছে। ওরা জোট করছে নিজেদের সম্মান বাঁচাতে, নিজেদের সুবিধার জন্য। আসলে একা মরায় যন্ত্রণা বেশি। একসঙ্গে মরলে যন্ত্রণা কম। একা হারার চেয়ে একসঙ্গে হারলে তো লজ্জা কম! পাল্টা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, খুব ভাল কথা। যখন অস্তিত্ব নেই তখন প্রশ্নের জবাব দেওয়ারও প্রয়োজনবোধ করছি না।

বাম-কং জোটকে উপেক্ষা করলেও তৃণমূলের ফল কী হবে? সুব্রতর দাবি, তিনে তিন পাবে। সব না পেলে কিছু তো থাকবেই। রাজনৈতিক মহল অবশ্য বলছে, ভোট কাটাকুটির খেলায় এবারের উপনির্বাচনে চমকপ্রদ কিছু ঘটে যেতে পারে।

আরও পড়ুন-বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল

 

Previous articleআজ দিল্লিতে সিরিজের প্রথম টি-২০ ম্যাচ খেলতে বাংলাদেশের বিরুদ্ধে নামবে ভারত
Next articleদূষণে ভরপুর দিল্লিতেই প্রথম টি-২০ খেলবে ভারত-বাংলাদেশ