পুলিশ আর রোজভ্যালি কর্তাদের উল্টো বয়ানে ফাঁপড়ে ইডি

রোজ ভ্যালি মামলায় এবার নয়া বিপত্তি। পুলিশের রিপোর্ট আর রোজ ভ্যালির কর্তাদের বক্তব্যে বিস্তর অমিল। আর তাতে বিপাকে তদন্তকারী সংস্থা ইডি। যে জায়গায় গণ্ডগোল তা হল, সংস্থার জমি দখল নিয়ে একটি এফআইআরের কথা বলছেন রোজ ভ্যালির কর্তারা। আর পুলিশ তা অস্বীকার করছে।

রোজ ভ্যালির কর্তাদের দাবি,২০১৬ সালের ১৩ মে বিধানগর-নিউ টাউন থানায় তাঁরা জিডি করেন। অভিযোগ ছিল, নিউ টাউনে সংস্থার ২৮০ বিঘা জমির মধ্যে ৮০ বিঘা মতো জমি বেআইনি ভাবে দখল করে ফেলছে এলাকার মানুষ। পরে ওই দখল হওয়া জমি নিয়েই এফআইআর হয়। মামলার তদন্তকারী অফিসার ছিলেন প্রভাকর নাথ। ইডি সূত্রে খবর, প্রথমে ফোন করে বিষয়টি প্রভাকরের থেকে জানতে চায় ইডি। কিন্তু প্রভাকর নাথ নাকি জানান, এমন কোনও অভিযোগ হয়নি, বা মনে পড়ছে না। শেষে বলেন, রোজ ভ্যালির কর্তারা মিথ্যা বলছেন।

তাহলে প্রশ্ন, কে সত্যি বলছেন? ইডি ধন্ধে। ৮০ বিঘা জমি জবরদখল হলে পুলিশ কেন তা তদন্ত করেনি? ধন্ধ মেটাতে ইডি সেই সময়ের আইসি ও তদন্তকারী আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করার পথেই যাচ্ছে।

Previous article‘ছোট থেকে আমিষ খাওয়ার অভ্যাস থাকলে বড়ো হয়ে তৈরি হয় নরখাদক’ দাবি বিজেপি নেতার
Next articleতৃণমূলে শোভন কাজ শুরু করবেন 7 নভেম্বর? জল্পনা তুঙ্গে