চা-বাগান নিয়ে সরকারের নয়া নীতি, ঘোষণায় পার্থ

ফাইল চিত্র

চা-বাগানে জমি ব্যবহার নীতি ঘোষণা করল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, নতুন নীতির ফলে পর্যটন সহ চা শিল্প আরও উজ্জীবিত হবে। পার্থ জানান, এবার থেকে চা-বাগানের মালিক বা বিনিয়োগকারীরা জমির ১৫% শতাংশ অন্য ব্যবসায়ে ব্যবহার করতে পারবেন। এই পনেরো শতাংশের মধ্যে আবার একটি অংশ হাউজিং-সহ অন্যান্য ব্যবসা এবং বাকি অংশে হর্টিকালচার-সহ নানা ধরণের ব্যবসা করা যেতে পারে। পুরো বিষয়টির দায়িত্বে থাকবে শিল্প আর বানিজ্য দফতর। এ নিয়ে সার্বিক যে নিয়ম নীতি দ্রুত তৈরি করে ফেলবে এই দফতর। সরকারের আশা, চা-বাগানের চরিত্রকে অক্ষুন্ন রেখে এই নয়া নীতি চা-শিল্পকে উজ্জীবিত করবে।

আরও পড়ুন-ত্রিপুরায় ফের নিগৃহীত অসুস্থ বাদল চৌধুরী

 

Previous articleছট পুজোয় কেমন থাকবে আকাশের মেজাজ? কী বলছে হাওয়া অফিস
Next articleকুলভূষণ-কাণ্ডে ভিয়েনা চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান, মত আন্তর্জাতিক আদালতের