শপথ নিলেন জম্মু-কাশ্মীর ও লাদাখের ২ উপরাজ্যপাল

আর রাজ্যে নয়, বৃহস্পতিবার থেকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে মানচিত্রে এল জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে দেশের মোট রাজ্য ২৮, কেন্দ্রশাসিত অঞ্চল ৯।

বৃহস্পতিবার, এক অনাড়ম্বর অনুষ্ঠানে জম্মু-কাশ্মীর হাইকোর্টের প্রধান বিচারপতি গীতা মিত্তলের সামনে জম্মু-কাশ্মীরের উপ রাজ্যপাল হিসেবে শপথ নিলেন জি সি মুর্মু। লাদাখের উপ রাজ্যপাল পদে শপথ নিয়েছেন রাধাকৃষ্ণ মাথুর। সেইসঙ্গে জম্মু কাশ্মীর থেকে প্রত্যাহার করা হল রাষ্ট্রপতি শাসন। লাদাখে কোনও বিধানসভা না থাকলেও, জম্মু কাশ্মীরে বিধানসভা থাকবে। লাদাখ সরাসরি নিয়ন্ত্রণ করবে কেন্দ্র।

পূর্বঘোষণা মতো বুধবার মধ্যরাত থেকেই রাজ্যের মর্যাদা হারাল জম্মু-কাশ্মীর। জঙ্গি হানার আশঙ্কায় উপত্যকা জুড়ে নিশ্চিদ্র নিরাপত্তা। তবে, উৎসবের আমেজ লাদাখে।

আরও পড়ুন – “ওনার চলে যাওয়া বড় ক্ষতি”, গুরুদাস দাশগুপ্তের মৃত্যুতে শোক প্রকাশ রাজ্যপালের