Wednesday, August 27, 2025

পাঁচ শ্রমিকের নৃশংস মৃত্যুর তদন্ত চাই, মৃতদেহের পাশে দাঁড়িয়ে বললেন ফিরহাদ

Date:

পরপর এল পাঁচটি দেহ। কামালুদ্দিন, মুরসালিম, রফিক, নঈমুদ্দিন, রফিকুল। কফিনবন্দি। জঙ্গিহানায় নিহত শ্রমিকের দেহ। আহত জহিরুদ্দিনকে মেয়র নিজে দাঁড়িয়ে বিমানবন্দর থেকে পাঠালেন পিজির ট্রমা কেয়ারে। কাশ্মীরের কুলগাঁওতে পাকিস্তানের পাঠানো জঙ্গিরা আপেল ক্ষেতে কাজ করা এই শ্রমিকদের ঘুম থেকে তুলে দাঁড় করিয়ে নৃশংসভাবে গুলি করে খুন করে মঙ্গলবার গভীর রাতে। দেশ জুড়ে নিন্দার ঝড়। বাংলায় শোকের ছায়া।

বুধবার রাত ১১.৪৫ মিনিটে এল প্রথম দেহ। বিমানবন্দরে রাজ্য সরকারের নির্দেশে ছিলেন বিধাননগর কমিশনারেটের পুলিশকর্তারা। ছিলেন প্রশাসনের কর্তারা। চলে এসেছিল শববাহী গাড়ি আর ফুল। বিমানবন্দর থানায় বসে পুরো কাজটির তত্ত্বাবধানে ব্যস্ত ছিলেন কলকাতার মেয়র -মন্ত্রী ফিরহাদ হাকিম। চতুর্থ দেহটি কফিন থেকে বের করে শববাহী গাড়িতে নামানোর সময় কার্গো এলাকায় এলেন ফিরহাদ। মালা দিয়ে শ্রদ্ধা জানিয়ে বললেন, বিমানবন্দর কর্তৃপক্ষের হাত থেকে রাজ্য সরকারের পক্ষে গ্রহণ করলাম দেহগুলি। দেহ নিয়ে আমি মুর্শিদাবাদের ব্রাহ্মণীগ্রামে যাব। পরিবারের হাতে তুলে দেব। তাঁরা রীতি মেনে শেষকৃত্য করবেন। আমি ফিরে আসব। রাত একটায় বিমানবন্দর থেকে দেহ নিয়ে ফিরহাদ হাকিম মুর্শিদাবাদের উদ্দেশে রওনা হলেন।

বিমানবন্দরে দাঁড়িয়ে কলকাতার মেয়র বললেন, বাংলা মায়ের কোল বারবার খালি হচ্ছে। আর কেন্দ্র বলছে কশ্মীর ঠিক আছে। মানুষের সঙ্গে এ পরিহাসের অর্থ কী? বিদেশী সাংসদরা কাশ্মীরে যেতে পারছেন, অথচ ভারতীয়দের উপর নিষেধাজ্ঞা। মমতা বন্দ্যোপাধ্যায় যথার্থ বলেছেন, গোটা ঘটনার তদন্ত চাই। হ্যাঁ আমরা গোটা ঘটনার তদন্ত চাই। ৩৭০ না ৪২০, কোন ধারা তোলা হল, সে নিয়ে আমাদের মাথাব্যথা নেই। এত নিরাপত্তার মাঝেও কীভাবে জঙ্গি হানায় মারা গেল বাংলার শ্রমিকরা, তার জবাব কেন্দ্র সরকারকে দিতে হবে।

ছবি- প্রকাশ পাইন

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version