দোকানের সামনে প্রস্রাব করতে বাধা দেওয়ায় মদ্যপদের হাতে খুন হতে হল দোকানদারকে

দোকানের সামনে প্রস্রাবে করতে বাধা দেওয়ায় দুজন মদ্যপ অটোচালোকের হাতে খুন হতে হল দোকানদারকে। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের মালাড অঞ্চলের ভাসরি হিল এলাকায়। বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ সেখানে বছর পঞ্চাশের উর্মিলা কানোজিয়া নামে এক মহিলা গলির কল থেকে জল আনতে বাইরে যায়। সেই তিনি সময়ে তাঁদের ইস্ত্রির দোকানের সামনে থাকা দুই অটোচালককে এই কুকীর্তি করতে দেখতে পান। বাধা দিতে গেলে মহিলার পেটে, বুকে ছুরি দিয়ে কোপাতে শুরু করে অভিযুক্ত দুই অটোচালক।ওই সময় মহিলার চিত্‍কার শুনে বাইরে বেরিয়ে আসেন তাঁর স্বামী বছর ৫২ নন্দলাল কানোজিয়া। তখন দুই অটোচালকের মধ্যে একজন আক্রমণ করে ওই মহিলার স্বামীকে। এরপর তাঁদের আওয়াজ শুনে বাড়ির আশেপাশে থাকা প্রতিবেশীরা সবাই বেরিয়ে আসে। ওই দু জন মদ্যপ অটোচালক পালিয়ে যায়। অভিযুক্তদের ধরতে গিয়ে এক প্রতিবেশীও আহত হয়। আহত দম্পতিকে সঙ্গে সঙ্গে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে নন্দলাল কানোজিয়াকে মৃত ঘোষণা করা হয়। এখনও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি নন্দলালের স্ত্রী উর্মিলা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই অটচালকের মধ্যে একজনকে শনাক্ত করতে পেরেছেন স্থানীয় বাসিন্দারা। অমিত ও সৌরভ নামে দুই অভিযুক্ত ভাসরি হিল এলাকারই বাসিন্দা। অমিত ওই এলাকায় ভাড়া থাকে। বেশ কয়েকদিন ধরে কানোজিয়া পরিবারের সঙ্গেই বচসায় জড়িয়ে পড়েছিল সে। সেখানকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। আরেকজন অটোচালককে এখনও শনাক্ত করা যায়নি বলে সূত্রের খবর। দুই অটোচালকের বিরুদ্ধে খুনের চেষ্টায় মামলা রুজু করেছে পুলিশ।