প্রকাশ্য জনসভায় ধোনিকে নিয়ে এ কী বললেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী!

জনসভায় ভাষণ দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কথা প্রসঙ্গে উঠে আসে ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কথা। কিন্তু একি! প্রকাশ্য জনসভায় ধোনিকে নিয়ে তিনি যা বলে গেলেন তাতে হাসির খেরাক হতে হল তাঁকে। এখানে বক্তা হলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “ফুটবলে ধোনি যেভাবে গোটা বিশ্বে ঝাড়খণ্ডের নাম উজ্জ্বল করেছে, আমাদের রাজ্যের বাকি বাচ্চারাও ফুটবলে ঝাড়খণ্ডের মুখ হবে, রাজ্যের নাম উজ্জ্বল করবে, এটাই আমার স্বপ্ন।”

এই ভিডিও ভাইরাল হতেই হাসির বন্যা বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। যেখানে গোটা বিশ্বের মানুষ একনামে ভারতের সর্বকালের সেরা অধিনায়ককে চেনেন, সেখানে ধোনির রাজ্যেরই মুখ্যমন্ত্রী ধোনিকে চেনেন না! এও সম্ভব! অনেকে আবার তাঁকে কটাক্ষ করতেও ছাড়েননি। একটি রাজ্যের মুখ হয়ে এই ধরণের মূর্খতা তাঁর সাজে না বলে একহাত নিয়েছেন নেটিজনেরা।