Sunday, November 16, 2025

দেখা হলে অনুষ্কার কাছে ক্ষমা চেয়ে নেব, বিতর্কে জল ঢাললেন ইঞ্জিনিয়ার

Date:

অনুষ্কা শর্মার আক্রমণাত্মক জবাবের পরেই ক্ষমা চেয়ে বিতর্কে দাঁড়ি টানলেন দেশের প্রাক্তন ক্রিকেটার ফারুখ ইঞ্জিনিয়ার।

ক্রিকেটীয় জীবনে গোটা দেশের ‘ম্যাটিনি আইডল’ ফারুখ ইঞ্জিনিয়ার সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছিলেন, বিশ্বকাপ চলাকালীন দেশের নির্বাচকরা অনুষ্কা শর্মাকে চা দিতেই ব্যস্ত ছিলেন।

তাঁর এমন বক্তব্যের পর আলোড়ন তৈরি হয় ভারতীয় ক্রিকেটে। ফারুখ ইঞ্জিনিয়ারের কটাক্ষের জবাবে মুখ খোলেন অনুষ্কা। ইঞ্জিনিয়ারের যাবতীয় দাবি উড়িয়ে ট্যুইটারে কড়া ভাষায় দীর্ঘ এক চিঠি লেখেন ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি। অনুষ্কার ওই বিস্ফোরক জবাবের পরেই ইঞ্জিনিয়ার ক্ষমা চেয়ে নেন অনুষ্কার কাছে।

আরও পড়ুন – ইঞ্জিনিয়ারের কটাক্ষে অনুষ্কার পত্রবোমা, শোরগোল ক্রিকেটমহলে

একটি টিভি চ্যানেলে ফারুখ বলেছেন, “আমি মজা করতেই কথাটা বলেছিলাম। অনুষ্কার অনুভূতিকে আঘাত করতে আমি চাইনি। তিলকে তাল করা হয়েছে। অনুষ্কাকে এর মধ্যে টেনে আনা হয়েছে। ও আমার মেয়ের মতো। অনুষ্কা আর বিরাট অনেকের কাছেই রোল মডেল। বিরাট দুর্দান্ত ক্যাপ্টেন। রবি শাস্ত্রীও খুব ভাল। পুরো বিষয়টা নিয়ে অযথা বাড়াবাড়ি করা হয়েছে। অনুষ্কার সঙ্গে নিশ্চয় আমার দেখা হবে। আমি ওর কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেব।’’ ফারুখ ইঞ্জিনিয়ার হঠাৎই নির্বাচকদের কটাক্ষ করতে গিয়ে টেনে আনেন অনুষ্কাকে। আর এটাই মেনে নিতে পারেননি নামী এই অভিনেত্রী।

ইঞ্জিনিয়ারের মন্তব্যের পর ট্যুইট করে তিনি জানিয়ে দেন, ‘আমাকে নির্বাচকরা চা এগিয়ে দিতে ব্যস্ত ছিলেন, তা একদমই ঠিক নয়। বিশ্বকাপে আমি তো মোটে একটা ম্যাচ দেখতে গিয়েছিলাম। তাও আবার ফ্যামিলি বক্সে বসেছিলাম। নির্বাচকদের বক্সে তো আমি বসিনি।’ ইঞ্জিনিয়ারের সাক্ষাৎকার প্রসঙ্গে অনুষ্কা আরও লেখেন, ‘নির্বাচক কমিটির যোগ্যতা এবং তাঁদের নিয়ে কোনও বক্তব্য থাকলে আপনি তা করতেই পারেন। কিন্তু, নিজের বক্তব্যকে প্রমাণ করার জন্য বা তাকে উত্তেজক করার জন্য আমার নাম জড়াবেন না। দীর্ঘ পোস্টের শেষে অনুষ্কা লিখেছেন, ‘অ্যান্ড ফর দ্য রেকর্ড, আই ড্রিঙ্ক কফি।’

অনুষ্কার এই আক্রমণাত্মক জবাবের পরেই ইঞ্জিনিয়ার ক্ষমা চেয়ে বিষয়টায় ঢেলে দিলেন ঠাণ্ডা জল।

আরও পড়ুন – পিঙ্ক ইতিহাস শুরুর দিনেও অবিচ্ছিন্ন শচীন-সৌরভ জুটি

Related articles

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...
Exit mobile version