৫ শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে মোমবাতি মিছিল ও আর্থিক সাহায্য জাকির হোসেনের

শুক্রবার ফেরার কথা ছিল ট্রেন চড়ে। তার বদলে বৃহস্পতিবার ভোরে মুর্শিদাবাদের সাগরদিঘির বহালনগরে পৌঁছেছে কাশ্মীরে নিহত ৫ বাঙালি শ্রমিকের কফিনবন্দি দেহ। বুধবার রাত বারোটা নাগাদ দেহ আসে কলকতা বিমানবন্দর।

এরপর রাজ্যের শ্রম দফতের রাষ্ট্রমন্ত্রী জাকির হোসেন প্রতিটি পরিবারকে সাময়িক খরচের জন্য নগদ ২৫০০০ টাকা করে মোট ১৫০০০০ টাকা দিয়ে সাহায্য করেন। সেই সঙ্গে এই নরকীয় হত্যালীলার জন্য কেন্দ্রীয় সরকারকে তীব্র নিন্দা ও ধিক্কার জানালেন।

এবং কাশ্মীরে নিহত ৫ বাঙালি শ্রমিকের হত্যার প্রতিবাদে এদিন জাকির হোসেন-এর নেতৃত্বে তাঁর সহকর্মীরা মোমবাতি মিছিলও করেন।

আরও পড়ুন – শহরে ফের মাথাচাড়া দিয়েছে ডেঙ্গি, জরুরি বৈঠকে ডেপুটি মেয়র