ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা

ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। ৩০ নভেম্বর থেকে ঝাড়খণ্ডে পাঁচ দফায় ভোট। ফল প্রকাশ ২৩ ডিসেম্বর। মহারাষ্ট্র ও হরিয়ানা ভোটের ফল প্রকাশের পরেই ঝাড়খণ্ড বিধানসভার নির্বাচনের দিন ঘোষণা করল কমিশন। শুক্রবার, ভোটের দিন ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা।
পাঁচ দফায় নির্বাচন হবে ঝাড়খণ্ডে। ৩০ নভেম্বর থেকে ভোটগ্রহণ শুরু হবে। দ্বিতীয় দফা ৭ ডিসেম্বর, তৃতীয় দফা ১২ ডিসেম্বর, চতুর্থ দফা ১৬ ডিসেম্বর, পঞ্চম দফা ২০ ডিসেম্বর, গণনা ২৩ ডিসেম্বর। ২০ শতাংশ পোলিং স্টেশন বাড়ানো হয়েছে।

আরও পড়ুন-টালা ব্রিজ ভেঙে ফেলার সিদ্ধান্ত চূড়ান্ত