উদ্ধব-পাওয়ার ফোনে কথা? নতুন সমীকরণ ঘিরে জল্পনা তুঙ্গে

মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনার মধ্যে ক্ষমতা ভাগাভাগির প্রশ্নে অনড় অবস্থান চরমে পৌঁছেছে। দুই জোট শরিকের দরকষাকষির জেরে এক সপ্তাহ কেটে গেলেও সরকার গড়া যায়নি মহারাষ্ট্রে। এই পরিস্থিতিতে বিজেপির শর্তে রাজি না হয়ে নির্দল ও অন্য বিরোধীদের সহযোগিতায় রাজ্যে সরকার গড়ার তোড়জোড় শুরু করেছে শিবসেনা। বিজেপিকে বেইজ্জত করার সুযোগ কাজে লাগাতে এনসিপি ও কংগ্রেস শিবসেনাকে বাইরে থেকে সমর্থনের বিষয়ে প্রাথমিক কথাবার্তা শুরু করেছে।

এরমধ্যে রাজ্য-রাজনীতিতে সবচেয়ে বেশি চাঞ্চল্য তৈরি হয়েছে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে আর এনসিপি প্রধান শারদ পাওয়ারের মধ্যে টেলিফোনে কথোপকথনের খবর সামনে আসায়। শারদ পাওয়ার নিজেও শিবসেনার মুখ্যমন্ত্রিত্বের পক্ষে সওয়াল করেছেন। শারদ-কন্যা ও এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে বলেছেন, দেবেন্দ্র ফড়নবিশকে বহুদিন চিনি। কিন্তু তিনি যেভাবে বলছেন আমিই মুখ্যমন্ত্রী হব তা অকল্পনীয়। জানা গিয়েছে, শিবসেনাকে সমর্থনের বিষয়ে কথা বলতে দিল্লি গিয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকে বসবেন পাওয়ার। এদিকে পাওয়ারের বাড়িতে গিয়ে কথা বলে আসার পর শিবসেনা সাংসদ সঞ্জয় রাউথ বলেছেন, বিজেপির ঔদ্ধত্য মানা হবে না। এবার শিবসেনারই মুখ্যমন্ত্রী হবে মহারাষ্ট্রে।