Monday, December 29, 2025

চলচ্চিত্র উৎসবে অমিতাভ, জয়া, শাহরুখ, রাখির সঙ্গে হলিউডের অ্যান্ডি ম্যাকডাওয়েল

Date:

Share post:

‘কলকাতা চলচ্চিত্র উৎসব’-এর 25তম বছরে এবার উদ্বোধনী ছবি হিসেবে থাকছে ‘গুপী গাইন বাঘা বাইন’। এ বছরের ‘কলকাতা চলচ্চিত্র উৎসব’ শুরু হবে 8 নভেম্বর।শেষ হবে 15 নভেম্বর। চলচ্চিত্র উৎসবে এবার একাধিক চমক। উদ্বোধনে হলিউডের তারকা, 3-D সিনেমা, অস্কারজয়ী পরিচালকের মাস্টারক্লাস। বিদেশি চলচ্চিত্র বিভাগে সেরা ছবির জন্য পুরস্কারমূল্য 51 লক্ষ টাকা। পরিচালকের সম্মানমূল্য 21 লক্ষ টাকা।’ কমিটির বক্তব্য, পৃথিবীর নিরিখে সম্ভবত কলকাতা চলচ্চিত্র উৎসবেই একমাত্র এই পরিমাণ পুরস্কার মূল্য দেওয়া হয়।

বাংলায় চলচ্চিত্র নির্মাণের বাড়তি সুবিধা কী কী, এ বিষয়ে একটি প্রচারমূলক তথ্যচিত্র তৈরি করা হয়েছে। যা দেখানো হবে দেশি-বিদেশি অভ্যাগতদের।
গত বেশ কয়েক বছরের মতো এ বারও উৎসবের সূচনায় আসছেন অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান। অসুস্থতার কারণে অমিতাভ আসবেন কি না, তা নিয়ে কিছুটা সংশয় ছিল।মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, বিগ-বি আসছেন। সঙ্গে থাকবেন জয়া বচ্চন, রাখি গুলজার, মহেশ ভাট এবং আরও অনেকে। হলিউডের তারকা অ্যান্ডি ম্যাকডাওয়েল আসছেন বিশেষ অতিথি হিসেবে। উদ্বোধনী অনুষ্ঠান 8 নভেম্বর বিকেল চারটেয়, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাপ্তি অনুষ্ঠান নজরুল মঞ্চে, 15 নভেম্বর।

“”””””””””””””””””””””””
■ এ বছরের ‘কলকাতা চলচ্চিত্র উৎসব’ শুরু হবে 8 নভেম্বর।শেষ হবে 15 নভেম্বর।

■ 17 টি স্ক্রিনে দেখানো হবে ছবি।

■ 76টি দেশ থেকে জমা পড়েছিলো 2,492টি এন্ট্রি।

■ 214টি ফিচার ফিল্ম, 152টি স্বল্পদৈর্ঘ্যের ও তথ্যচিত্র দেখানো হবে।

■ 3-D ছবি কলকাতা চলচ্চিত্র উৎসবে এই প্রথম। প্রিয়া ও বিজলিতে দেখানো হবে দু’টি 3-D ছবি।

■ 35 মিলিমিটার প্রোজেক্টরে দেখানো হবে 10টি ছবি। 2টি জার্মান, 6টি ইতালিয় এবং 2টি ভারতীয় ছবি।

■ ‘বেস্ট শর্ট ফিল্ম’ বিভাগে সেরার পুরস্কারমূল্য 1 লক্ষ টাকা থেকে বেড়ে 5 লক্ষ। সেরা তথ্যচিত্র পাবে 3 লক্ষ। গত বছর ছিল 1 লক্ষ।

■ এ বার 2 টি মাস্টারক্লাস হবে। 9 নভেম্বর হলিউড তারকা অ্যান্ডি ম্যাকডাওয়েলের মাস্টারক্লাস। 14 এবং 15 তারিখে অস্কারজয়ী পরিচালক ফোলকার স্লোয়েনডর্ফের মাস্টারক্লাস।

“”””””””””””””””””””””””
উৎসব কমিটির তরফে জানানো হয়েছে, এ বারও থাকছে সিনে- আড্ডা। ‘পাড়ায় পাড়ায় সিনেমা’র আওতায় কলকাতার বিভিন্ন ওয়ার্ডে দেখানো হবে 25টি জনপ্রিয় বাংলা ছবি। থাকছে কিংবদন্তী পরিচালক বার্নার্দো বের্তোলুচ্চির 6টি ছবির বিশেষ প্রদর্শনও। ডিজিটালের বদলে এই ৩৫ মিলিমিটার প্রোজেক্টে এ বার মোট 10টি ছবি দেখা যাবে।এই বিশেষ ব্যবস্থা করা হচ্ছে শুধুমাত্র শিশির মঞ্চ এবং চলচ্চিত্র শতবার্ষিকী ভবনে। এবারের উৎসবের আকর্ষণ দুই বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্বের মাস্টারক্লাস। ‘জার্নি অফ অ্যান্ডি ম্যাকডাওয়েল ইন হলিউড ফিল্মস’ শীর্ষক আলোচনা হবে কলকাতা তথ্যকেন্দ্রে। অস্কার জার্মান পরিচালক ফোলকার স্লোয়েনডর্ফ মাস্টারক্লাস নেবেন ‘অ্যাডাপটিং লিটারেচার অ্যান্ড ওয়ার্কিং উইথ অ্যাকটর্স’ বিষয়ে। রেট্রোস্পেকটিভ বিভাগে স্লোভাকিয়ার বিশিষ্ট পরিচালক দুসান হানেকের ছবি থাকছে। 10টি ভারতীয় বিরল ভাষার ছবি দেখানোরও ব্যবস্থা থাকছে এ বার।

spot_img

Related articles

কলকাঠি নাড়ছেন সীমা খান্না: অভিষেকের নিশানায় থাকা আধিকারিক কোন কাজ করছেন?

দিব্যি নাম ছিল ২০০২ সালের ভোটার তালিকায়। ইনিউমারেশন ফর্মও ফিলাপ করেছেন। অথচ তারপরেই আপনি পড়ে গিয়েছেন নির্বাচন কমিশনের...

তাড়িয়েছেন বিজেপি সাংসদ সুকান্ত, পাশে দাঁড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক

স্থানীয় বিজেপি সাংসদ তথা বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার দেখা না করে তাড়িয়ে দিয়েছেন। অথচ রাজনৈতিক মতভেদের উর্ধ্বে...

উন্নাও ধর্ষণ: সুপ্রিম কোর্টে জামিন খারিজ সেঙ্গারের, নির্যাতিতাকে আইনি সহযোগিতার বার্তা

দিল্লি হাই কোর্টের জামিনের আবেদন খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। উন্নাও ধর্ষণকাণ্ডে সিবিআই-এর করা মামলায় সুপ্রিম কোর্টে...

ক্যানিংয়ে MLA কাপ ফাইনাল ঘিরে বিশৃঙ্খলা, শিশুসহ আহত ৭!

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং স্টেডিয়ামে এমএলএ কাপের ফাইনালে (MLA Cup in Canning Stadium) চূড়ান্ত বিশৃঙ্খলা। ভিড়ে ঠাসা স্পোর্টস...