দার্জিলিং শহরের পাশে লাটপাঞ্চারে রয়াল বেঙ্গল টাইগার দেখেছেন বলে দাবি করেছেন এক মহিলা। রাস্তা পার হয়ে জঙ্গলের দিক বদলাচ্ছিল বাঘটি। খবর পেয়ে তুমুল চাঞ্চল্য প্রশাসনে। বনকর্মীরা খুঁজছেন। পুলিশ সতর্ক। তবে এখনও কোনো প্রমাণ মেলেনি।
একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর পরে প্রতি পদক্ষেপে ব্যাকফুটে মোদি সরকার। ২০০০ সাল থেকে যে জনগণনা করার দিকেই এগোয়নি মোদি সরকার, এবার সেই জনগণনা (census) হবে।...
আনন্দের চন্দনোৎসব মুহূর্তেই পরিণত হলো শোকের আবহে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে শ্রী বরাহ লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরে দেওয়াল ধসে পড়ে অন্তত ৮ জন ভক্তের মৃত্যু হয়েছে।...